কোচ হাবাসের ভুলে পয়েন্ট নষ্ট করল মোহনবাগান

0
62

কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ

পরপর তিন ম্যাচে জয় অধরা। শনিবার গোয়া স্টেডিয়ামে চেন্নাই এফসি বিরুদ্ধে এক গোলে ড্র করে এটিকে মোহনবাগান। এই নিয়ে তিন ম্যাচে একটি মাত্র পয়েন্ট পেয়ে অনেকটা নিচে নেমে গেল মোহনবাগান। দুটি ম্যাচ হারার পর তৃতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে মাঠে নামে এটিকে মোহনবাগান।

Mohunbagan

ম্যাচের শুরু থেকে মোহনবাগানের রয় কৃষ্ণ, মানবীর ও হুগো বুমোসের একের পর এক আক্রমণ আছড়ে পড়ে চেন্নাইন এফসি বক্সে । শেষ পর্যন্ত থেকে বল পেয়ে ১৮ মিনিটের মাথায় ১-০ গোলে এগিয়ে দেয়। পিছিয়ে পড়ে চেন্নাই এফসি তেড়ে-ফুঁড়ে আক্রমণে উঠে। কিন্তু প্রীতম কোটাল ও বাগান গোলরক্ষক অমরিন্দর ঠান্ডা মাথায় আক্রমণের সামাল দেন, এসময় বেশ কয়েকটি লাভ করে চেন্নাইন এফসি। ক্রমাগত আক্রমণের ফলস্বরূপ প্রথমার্ধের শেষে চেন্নাইন এফসির লুকাস কাছ থেকে বল পেয়ে ভ্লাদিমির কমান গোল করে ম্যাচের ফলাফল ১-১ করে দেয় বিরতির আগে।

দ্বিতীয়ার্ধে প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে মোহনবাগান। ম্যাচের ৪৮ মিনিটের সময়ে দলের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল রয় কৃষ্ণা থ্রো বল হুগো বুমোস প্রায় গোল করে ফেলেছিলেন। এছাড়া ৬২ মিনিটের মাথায় কর্নার থেকে জনি কাউকে গোলের কাছে চলে গিয়েছিলেন কিন্তু রক্ষনের তৎপরতায় শেষ পর্যন্ত ব্যর্থ হয়।

আরও পড়ুনঃ টি-টোয়েন্টির পর ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক পদ থেকে সরলেন কোহলি, নয়া নির্বাচিত রোহিত

এটিকে মোহনবাগান কোচ অ্যান্টোনিও হাবাস দ্বিতীয়ার্ধে খেলার শেষ মুহুর্তে দুটি রিমির রডরিগেজ ও সুসাইরাজ পরিবর্তন করেন। কিন্তু তাতেও তার ম্যাচের ফলাফলে কোনো পরিবর্তন ঘটেনি। এদিকে ম্যাচের মোহনবাগান ফিজিও লুইসকে রেফারির সঙ্গে তর্ক বিতর্কের জন্য রেড কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের করে দেন। তিন ম্যাচে জয় না পেয়ে হতাশ বাগান সমর্থকরা এবং লীগ টেবিলে অনেকটাই পিছিয়ে পড়ল এটিকে মোহনবাগান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here