কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
শেষ মুহূর্তের গোলে কোনরকমে ম্যাচ বাঁচালো ইস্টবেঙ্গল। বুধবার গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামে আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাইন এফসি ও ইস্টবেঙ্গলের ম্যাচ ২-২ গোলে ড্র হয়। ম্যাচ শেষের অতিরিক্ত সময়ে মনিপুরী ফুটবলারের গোলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লো ইস্টবেঙ্গল। এদিনের ম্যাচের শুরুতেই হীরা মন্ডলের আত্মঘাতী গোলে ইস্টবেঙ্গল এক গোলে পিছিয়ে যায়।
এরপর ইস্টবেঙ্গলের ফরওয়ার্ড ভাগের খেলোয়াড় মার্সেলো, সেওডল ও পেরসেভিচ । এমনই সময় ম্যাচের ১৪ মিনিটে চেন্নাইন এফসির পাল্টা আক্রমণে ইস্টবেঙ্গলের হীরা মণ্ডলের বক্সের বাইরে মিস পাশ থেকে নিমথই গোল করে চেন্নাই এফসি কে ২-০ করে দেন। প্রথমার্ধে সহজ সুযোগ নষ্ট করেন ইস্টবেঙ্গলের মার্সেলো প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে বাঁ দিক থেকে মহেশের ক্রস মার্সেলোর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
FULL-TIME | #SCEBCFC
A last gasp goal from Lalrinliana Hnamte ensures the spoils are shared between @sc_eastbengal and @ChennaiyinFC! 🤯#HeroISL #LetsFootball pic.twitter.com/t6TOACPGHn
— Indian Super League (@IndSuperLeague) February 2, 2022
দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল খোলস ছেড়ে বেরিয়ে আসে আরও আক্রমনাত্মক ফুটবল খেলতে দেখা যায়। চেন্নাইন এফসি বক্সের বাইরে থেকে দেড় বল থেকে দুর্দান্ত গোল করেন ইস্টবেঙ্গলের সেওডল। গোল পেয়ে মার্সেলো মহেশ্ ঘন ঘন আক্রমণে ওঠে পেরসেভিচ, মার্সেলো, মহেশরা।
Doing whatever it takes! 😤#SCEBCFC #HeroISL #LetsFootball pic.twitter.com/uSzkc9snah
— Indian Super League (@IndSuperLeague) February 2, 2022
Relive the #SCEBCFC game in 📸s! 💥
Full match album 👇🏻 https://t.co/vASn6SCEoq#HeroISL #LetsFootball pic.twitter.com/l6DsmlYae9
— Indian Super League (@IndSuperLeague) February 2, 2022
ইস্টবেঙ্গলের আক্রমণের চাপে অনেকটা রক্ষণাত্মক দেখা যায় চেন্নাই ফুটবলারদের। নতুন বিদেশি ফুটবলার কাটতে পারেনি 90 মিনিটের মাথায় মার্সেল ফ্রিজ দুর্দান্তভাবে সেভ করেন চেন্নাইইন এফসি গোলকিপার দেবজিৎ। কিন্তু ম্যাচের অতিরিক্ত সময়ে বাঁ দিক থেকে আঙ্গুরের কর্নার কিক দুরন্ত হেড করে নামতে গোল করে ইস্টবেঙ্গলকে হারের হ্যাটট্রিক থেকে বাঁচান। ইস্টবেঙ্গলের অন্যতম রক্ষণে ভরসা হীরা মণ্ডল এই দিনের ম্যাচে সম্পূর্ণভাবে ফ্লপ। মূলত তারই ভুলে ইস্টবেঙ্গলকে দুটি গোল হজম করতে হয়। ১৫ ম্যাচে ১০পয়েন্ট পেয়ে গোল পার্থক্যে ইস্টবেঙ্গল ১০নম্বরে উঠে এলো।
আরও পড়ুনঃ আইপিএলের পঞ্চদশ আসরের জন্য চূড়ান্ত তালিকা প্রকাশ, তালিকায় থাকছেন ৫৯০ ক্রিকেটার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584