অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
প্রতিপক্ষ ধরে ফেলেছে। তবুও যেন ছক বাধা ফুটবল থেকে বেরোতে পারছে না এটিকে-মোহনবাগান। ফলস্বরূপ মুম্বই সিটি এফসির কাছে হারের পরে এফসি গোয়ার বিরুদ্ধে ও ড্র করল টিম হাবাস।
গোয়ার বিরুদ্ধে নামার আগে তাই তিন পয়েন্টকেই পাখির চোখ করেছিলেন এটিকে মোহনবাগান কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। কিন্তু এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট হতে হল। বাগানের হয়ে ফ্রি-কিকে বিশ্বমানের গোল করেন এডু গার্সিয়া। এরপর ইশান পন্ডিতার গোলে সমতা ফেরায় গোয়া। ফলে ১-১ গোলেই শেষ হল ম্যাচ।
এদিন শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে খেলা জমে ওঠে। দু’দলই একাধিক বার গোলের কাছে পৌঁছে গিয়েছিল। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতা এবং মিস পাসের কারণে প্রথমার্ধে গোলটাই হয়নি। ভাগ্যও সহায় ছিল না দু’দলের। এটিকে মোহনবাগানের শুভাশিস বসুর হেড পোস্টে লেগে ফিরে আসে। গোয়ার শেরিটনের শটের সেই দশা।
আরও পড়ুনঃ ব্রিটেনের সংবাদপত্রে ইস্টবেঙ্গল
বরাবরের মত প্রথমার্ধে গোলের জন্য না ঝাঁপিয়ে দ্বিতীয়ার্ধেই গোল কে টার্গেট করে সবুজ-মেরুন ব্রিগেড। তিরি-কৃষ্ণ সবাই গোলের জন্য চেষ্টা করে কিন্তু সফল হল না।গোয়া ও চেষ্টা করে গোল পায় নি। এরপর ৭৫ মিনিটে এডু গার্সিয়া ফ্রি কিকে গোলে এগিয়ে যায় টিম হাবাস। ম্যাচে জয়ের গন্ধ যখন আসছে তখনই ছন্দ পতন।
আরও পড়ুনঃ এবার বর্ণ বিদ্বেষের শিকার ভারতীয় সমর্থক
এর দশ মিনিট পরে ঈশান পন্ডিতার গোলে ম্যাচে সমতা ফেরায় গোয়া। ৮৯ মিনিটে মনবীরের হেড বারে লেগে ফিরে আসে ম্যাচ শেষে দুই দলই এক পয়েন্ট করে ঘরে নিয়ে যায়। তবে এটিকে- মোহনবাগানের যে স্ট্রাটেজি তে আরও বদল আনতে হবে সেটা বলাই বাহুল্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584