অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
প্রথম লীগের শুরুটা ইস্টবেঙ্গল যেমন করেছিল দ্বিতীয় লীগের শুরুটা ঠিক তেমনই ছন্নছাড়া। ম্যাচের শুরুতেই পেনাল্টি মিস, গোটা ম্যাচে একাধিক সুযোগ ফসকানো এবং ডিফেন্সর ভুলে গোল খাওয়া। তবুও কোনো রকমে ১-১ গোলে গোয়া ম্যাচ ড্র করল টিম লাল হলুদ।
প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জিততেই হত এসসি ইস্টবেঙ্গলকে এরফলে পরের রাউন্ডে যাওয়ার আর কোনো আশা নেই। ইস্টবেঙ্গল আক্রমণের ঝড় তোলে। দ্রুত গোল পেতে এদিন প্রথম থেকেই ব্রাইট, মাঘোমা এবং পিলকিংটনকে একসঙ্গে নামিয়েছিলেন ফাউলার। তাতে সুযোগও এসে গিয়েছিল লাল-হলুদের কাছে। ম্যাচের প্রথম মিনিটেই বক্সে নারায়নকে ফাউল করায় পেনাল্টি পেয়েছিল এসসি ইস্টবেঙ্গল।
কিন্তু হেলায় সেই সুযোগ নষ্ট করে পিলকিংটন। গোলকিপার উলটোদিকে ঝাঁপ দিলেও পিলকিংটনই শট বাইরে মারেন। এরপর পালটা ইগরের শট বাঁচান দেবজিৎ। তবে ৩৮ মিনিটে ইগর গোল করে গোয়াকে এগিয়ে দেন। নগুয়েরার দুরন্ত থ্রু থেকে আগুয়ান দেবজিৎকে কাটিয়ে গোলটি করেন তিনি। বিরতিতে পিছিয়ে থাকে টিম ফাউলার।
আরও পড়ুনঃ শঙ্কার মেঘ আইএসএল-এ
দ্বিতীয়ার্ধেও ইস্টবেঙ্গল গতি বাড়ায় ৬৪ মিনিটে ড্যানি ফক্স কর্ণার থেকে চোখ ধাঁধানো গোল করে যান। ইস্টবেঙ্গল ম্যাচে সমতা ফেরানোর পরে গোয়ার বেদিয়া পরপর দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছেড়ে বাইরে গিয়ে দশজনে হয়ে যায়। এরপর একাধিক গোলের সুযোগ পেয়ে আর গোল করতে পারেনি লাল হলুদ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584