অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
যেন প্রথম পর্বের ফ্ল্যাশ ব্যাক। সেই ম্যাচে শেষ মুহূর্তে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে গোল হজম করে জয় হাতছাড়া করেছিল ইস্টবেঙ্গল। আর শুক্রবার সেই দলের বিরুদ্ধেই স্কট নেভিলের শেষ মুহূর্তের গোলে মান বাঁচাল লাল-হলুদ ব্রিগেড।
৬৪ মিনিটে মারের গোলে এগিয়ে গিয়েছিল কিবু ভিকুনার দল। কিন্তু ম্যাচ শেষ হওয়ার আগেই কর্নার থেকে গোল করে দলের হার বাঁচালেন স্কট নেভিল।
গত বেঙ্গালুরু ম্যাচে জয় পাওয়ায় ইস্টবেঙ্গল তেমন কিছু বদল আনে নি দলে। তবে বেঙ্গালুরু ম্যাচে যে আগুন জ্বলে ছিল এদিন সেই আগুন আর জ্বললো না। তাই কেরালা খুব আক্রমণ গড়ে তোলে। ইস্টবেঙ্গল গোল খেতে পারতো কিন্তু তিন কাঠির নিচে দেবজিৎ মজুমদার মান বাঁচালেন। ফলে প্রথমার্ধে গোলের মুখ খোলে নি।
আরও পড়ুনঃ ব্রাইট আগে এলে ভালো হত বলছেন ফাওলার
এরপর কেরালার হয়ে গোল করেন মারে। মাঘোমা, ব্রাইটরা কেউই গোলের মুখ দেখতে পারে নি। শেষ সময়ে গোল না পেলে কেরালা ম্যাচে মাথা নীচু হত সেটা বলাই বাহুল্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584