অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
জিতলেই কেল্লা ফতে হয়ে যেত প্রথম ভারতীয় ক্লাব হিসেবে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেত এটিকে মোহনবাগান। কিন্তু তীরে তরী ডুবলো, বিরল এই নজির সৃষ্টির ইতিহাস অধরাই রয়ে গেল টিম হাবাসের।
হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল সবুজ-মেরুন শিবির। এর ফলে প্রথম দল হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সরাসরি খেলতে হলে পরের শক্তিধর মুম্বই সিটি এফসির বিরুদ্ধে শেষ ম্যাচ থেকে অন্তত এক পয়েন্ট পেতেই হবে সবুজ মেরুনকে।
এদিন ম্যাচের শুরুটা একেবারে জঘন্য করে এটিকে মোহনবাগান। ৮ মিনিটের মাথায় রক্ষণের জঘন্য ভুলের জন্য প্রথম গোল হজম করতে হয়। এরপর হায়দরাবাদ ক্রমশ চাপ সৃষ্টির চেষ্টা করতে থাকে। প্রথমার্ধের শেষ পর্যন্ত ম্যাচে ফেরে এটিকে মোহনবাগান।
আরও পড়ুনঃ ডার্বি হার ভুলে নর্থ ইস্ট যুদ্ধে নামছে ইস্টবেঙ্গল
দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই প্রত্যাঘাত করে সবুজ-মেরুন শিবির। ৫৭ মিনিটে দুর্দান্ত গোল করে সমতা ফেরান মনবীর। কিন্তু এটিকে মোহনবাগানের সেই সাফল্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৭৫ মিনিটে আবার লিড পেয়ে যায় হায়দরাবাদ। এবার গোল করেন পরিবর্ত ফুটবলার রোলান্ড।
আরও পড়ুনঃ করোনাকে হারিয়ে শুরু চকবল
একটা সময় মনে হচ্ছিল, হায়দ্রাবাদের কাছে হেরেই ম্যাচ হারতে হবে সবুজ-মেরুন শিবিরকে। সেটা হলে শেষের মুম্বই ম্যাচ জিততেই হত কিন্তু আজ ড্র করার ফলে মুম্বই ম্যাচ ড্র করলেই হবে। এদিন অতিরিক্ত সময়ে প্রীতম কোটাল গোল করে মান বাঁচাল। তবে এদিনের ম্যাচের পরে ফের সন্দেশ ঝিঙ্গাল সমৃদ্ধ ডিফেন্স নিয়ে উঠছে প্রশ্ন?
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584