স্পোর্টস ডেস্কঃ-
ভারতীয় ক্যাপ্টেন বিরাট কোহলির দ্রুততম দশ হাজার রান পূর্ণ করলেন, করলেন তাঁর ৩৭ তম সেঞ্চুরি, তবে শেষ হাসিটা হাসতে পারলেন না।বলা জেতে পারে শেষ বলের পর কোন দলই হাসতে পারেনি। শেষ বলে চার মেরেও যেমন হতচকিত ওয়েস্ট ইন্ডিজের হোপ, তেমনি বিরাটরাও।কারণ ম্যাচ ড্র।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বিরাট কোহলির ১৫৭ ও আম্বাতি রায়ডুর ৭৩ রানের সৌজন্যে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩২১ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে হেটমায়ারের(৯৪) ও উইকেট কিপার সাই হোপের(১২৩নট আউট) দূর্দান্ত ব্যাটিংয়ের পরেও জিততে পারল না ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শেষ বলে ড্র হল।
এক সময় হেটমায়ারের ব্যাটিং তান্ডব দেখে মনে হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ সহজেই ম্যাচ জিতে যাবে। কিন্তু ভারতীয় স্পিনারদের দূর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফেরে ভারত।
শেষ ওভারে জিততে গেলে ওয়েস্ট ইন্ডিজকে করতে হত ১৪।ম্যাচ গড়াল শেষ বল পর্যন্ত। শেষ বলে প্রয়োজন ছিল ৫- স্ট্রাইকে সেঞ্চুরি করা সাই হোপ, বোলার উমেশ যাদব।অফ স্ট্যাম্পের বাইরে বলে সপাটে ব্যাট চালান হোপ।গুলির মত বল চলে গেল বাউন্ডারির বাইরে,ডাইভ মেরেও আটকাতে পারলেন না রায়ডু – চার রান। সবাই চুপ , কোন দলই যেন বুঝতে পারছেনা ম্যাচের ফলাফল কি হল।কোন দলই খুশি নয়, সবার মুখই ভারি- ম্যাচ ড্র!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584