গণিত চর্চা থেকে সংগ্রহশালা নির্মাণ

0
86

শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ

সারাদিনের ব্যস্ততা,রাজনৈতিক ডামাডোল,উন্নয়ন,অ-উন্নয়ন ইত্যাদিকে সরিয়ে রেখে আজ আমরা ক্যামেরার মুখটিকে সামান্য সময়ের জন্য একটু অন্য দিকে ঘুরিয়ে নিলাম|

মিহির বাবুর সংগ্রহশালা।নিজস্ব চিত্র

আজ আমরা এলাম দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট কলেজপারা অভিযাত্রী ক্লাবের নিকট শ্রী মিহির সমজদারের বাড়িতে, তার নিজস্ব সংগ্রহশালায়।একটু একটু করে কোনো নির্দিষ্ট ধরণের জিনিস সংগ্রহ করা আজ নতুন কিছু নয়,তবে ধৈর্য ধরে সংগ্রহ করাটাই একসময়ে বিরাট সম্ভার হয়ে দাঁড়ায়।

৬৫ বছরের মিহিরবাবু তার বাড়ির নিচের তলায় একটি ঘরে তার সংগ্রহ করা জিনিস দেখালেন।তার সংগ্রহের মধ্যে মূলত শব্দযন্ত্রের সংগ্রহই বেশি।

আরও পড়ুনঃ গ্রামে পাকা রাস্তা নির্মাণ নিয়েও রাজনৈতিক তরজা

পুরনো কাঠের বাক্সে ব্যাটারি চালিত রেডিও,সেলুলয়েড ফিতে পেঁচানো ক্যাসেট,টেপ রেকর্ডার,পুরনো ক্যামেরা,ভিসিপি,ডিভিডি,পুরনো রেকর্ড প্লেয়ার,কাল থালার মত রেকর্ড ডিক্স ও বিভিন্ন ধরনের দেশী বিদেশী শব্দযন্ত্র সংগ্রহ করেছেন।

মিহির বাবু বলেন তিনি অংকের শিক্ষক ও অংক নিয়ে গবেষণাও করেন।তার অংক শেখানোর বহু বই তিনি নিজে লিখেছেন ও প্রকাশ করেছেন।তিনি আরো বলেন অঙ্কের লাইট অ্যান্ড সাউন্ড এর উপপাদ্য চর্চা করতে গিয়ে এইসব শব্দ যন্ত্রের প্রতি তার আগ্রহ বাড়ে।তিনি বলেন, ‘পুরনো শব্দযন্ত্রের আরো কিছু খোঁজ পেয়েছি ,সেই গুলি সংগ্রহ করাই এখন মূল লক্ষ্য।’

আগামী দিনের নতুন প্রজন্ম বা ছাত্রছাত্রীরা যাতে এইসব পুরনো যন্ত্রের মাধ্যমেও বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যেতে পারে তার লক্ষ্যে তিনি কাজ করছেন বলে জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here