মনিরুল হক, কোচবিহারঃ
দীর্ঘ ১ মাস ধরে করোনা মোকাবিলার জেরে সরকার ঘোষণা করেছে লকডাউন। আর সেই লকডাউনের জেরে সরকারি-বেসরকারি সমস্ত স্কুল, কলেজ বন্ধ রয়েছে। সরকারি স্কুল-কলেজ বন্ধ থাকলেও তারা মাসান্তে মাইনে বা বেতন পাবেন। কিন্তু সমস্যায় পড়েছেন গৃহশিক্ষকরা। তাদের গৃহশিক্ষকতা বন্ধ রয়েছে।
স্বাভাবিক কারণে তাদের বেতনও বন্ধ আছে। কথা আছে নো ওয়ার্ক নো পে। মানে কাজ না করলে বেতন পাবেন না। এমতাবস্থায় অসহায় হয়ে পড়ে আছে মাথাভাঙার গৃহশিক্ষকরা। বৃহস্পতিবার মাথাভাঙা শহরের বেশ কিছু গৃহশিক্ষক কয়েকটি দাবি নিয়ে মাথাভাঙার মহকুমাশাসক জিতিন যাদবের কাছে স্মারকলিপি প্রদান করেন।
আরও পড়ুনঃ সংক্রমণ থেকে বাঁচতে রাজপথে যমরাজ, সচেতনতার সাথে মাস্ক বিতরণ সংস্থার
এদিন সেখানে উপস্থিত ছিলেন গৃহশিক্ষক শাকিল আমিন, সুভেন্দু ঘোষ, নিবেদিতা মজুমদার, স্নিগ্ধা কুন্ডু, রাজা সাহা সহ আরও অনেকে। এদিন তাদের পক্ষে গৃহশিক্ষক শাকিল আমিন বলেন, আমরা খুব অসহায় অবস্থায় আছি, টিউশন বন্ধ আছে,পরিবার পরিজনদের নিয়ে দু’মুঠো দুবেলা খেতে পারছি না, তাই বাধ্য হয়ে মহাকুমা শাসকের দ্বারস্থ হলাম।
ওই গৃহশিক্ষকদের দাবি, এই সময় ছাত্রদের পড়ানোর অনুমতি দেওয়া হোক, টিউশনি করতে পারলে কিছু পয়সা পাবো মাস শেষে সেই টাকা দিয়ে পরিবার-পরিজনদের নিয়ে অন্তত দু’মুঠো খেয়ে বাঁচতে পারব।
এবিষয়ে মহকুমার শাসক জিতিন যাদব বলেন, গৃহশিক্ষকদের পক্ষ থেকে একটি স্মারকপত্র পেয়েছি। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584