কালবৈশাখী ঝড়বিধ্বস্ত এলাকায় খাদ্য সামগ্রী দিলেন মাথাভাঙা থানার পুলিশ

0
49

মনিরুল হক, কোচবিহারঃ

করোনা আবহের মধ্যে গত শনিবার রাতে বিধ্বংসী ঝড়ের তাণ্ডবে মাথাভাঙার বেশ কিছু এলাকা তছনছ হয়ে যায়। ক্ষতি হয় বহু মানুষের। সেই সব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সাহায্যে হাত বাড়িয়ে দিলেন মাথাভাঙ্গা থানার পুলিশ।

Distribution | newsfront.co
নিজস্ব চিত্র

সোমবার মাথাভাঙা শহরের মানসাই নদীর চর এলাকার কালীবাড়ি সংলগ্ন বাঁধের পাড়ে পুরসভার ১ নং ও ২ নং ওয়ার্ডের বেশ কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে বাড়িতে গিয়ে ত্রাণ সামগ্রী তুলে দিলেন মাথাভাঙা থানার পুলিশ।

relief | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন সেখানে ত্রান বিলি করার সময় পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার, ডিএসপি ট্রাফিক ডক্টর চন্দন দাস,মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মন্ডল,মাথাভাঙা থানার ওসি প্রদীপ সরকার, ট্রাফিক ওসি শাহ আলম সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

আরও পড়ুনঃ লকডাউনকে কড়া হাতে সামলাচ্ছেন আলিপুরদুয়ার জেলা পুলিশ

Force | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গেছে, এদিন ওই পুলিশ আধিকারিকরা সেখানে এসে প্রায় ১০২ জন ক্ষতিগ্রস্থ দুঃস্থ অসহায় ব্যক্তিদের হাতে চাল, আলু সহ নানান খাদ্য সামগ্রী তুলে দেন। ক্ষতিগ্রস্ত ত্রাণ প্রাপকরা জানায়, করোনার জেরে লকডাউন ঘোষণা করেন সরকার। প্রায় মাস খানেক থেকে কর্মহীন হয়ে গৃহবন্দী রয়েছি আমরা। তার উপর গত শনিবার রাতে কাল বৈশাখীর ঝড়ে বাড়ি ঘর ভেঙ্গে যায়। এমন অবস্থায় সংসার চালানো দায় হয়ে পড়েছে আমাদের।

আজ পুলিশ প্রশাসন আমাদের দুঃখ দুর্দশা দেখে তারা আমাদের ত্রাণ সামগ্রী দিতে এসেছেন। ওই ত্রান পেয়ে বর্তমানে কয়েকদিন সংসার চলবে বলে জানিয়েছেন এলাকার ক্ষতিগ্রস্ত ত্রাণ প্রাপকরা। পুলিশের এই মানবিকতা দেখে ভূয়শী প্রশংসা করেছে স্থানীয় মানুষজন ও বিভিন্ন সমজাসেবী মহল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here