কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
আরব আমিরশাহীতে অক্টোবর অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ-এর আগে বড় সরো সমগ্র পাকিস্তানের নব নির্বাচিত সভাপতি রমিজ রাজা অস্ট্রেলিয়ার ওপেনার ব্যাটসম্যান ম্যাথু হেডেন ও দক্ষিণ আফ্রিকার প্রেসার ভারনন ফিল্যান্ডার পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে নিযুক্ত করেন।

সোমবার পাকিস্তানের ৩৬ তম সভাপতি হিসেবে নির্বাচিত হন পাকিস্তানের প্রাক্তন ওপেনার ব্যাটসম্যান রামিজ রাজা। সোমবার লাহোরে এক প্রেস কনফারেন্সে তিনি ম্যাথু হেডেন ও ফিল্যান্ডারের নাম ঘোষণা করেন।
আরও পড়ুনঃ ম্যানচেস্টার টেস্ট-এর ক্ষতি, ইসিবি’র পাশে ভারতীয় বোর্ড
উল্লেখ্য, তিন ফরমেটে সকল উপাদান হিসেবে ম্যাথু হেডেন ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে অভিজ্ঞতা, ক্রিকেট বুদ্ধি এবং দক্ষতা পাকিস্তান ক্রিকেটের পক্ষে সহায়ক হবে বলে তিনি জানান। এছাড়া দক্ষিণ আফ্রিকার প্রেসার ভারনন ফিল্যান্ডার গত বছর তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এবং ক্রিকেট ধারাভাষ্যকার পরিচিত হন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584