মোহনা বিশ্বাস, কলকাতাঃ
৪৪তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় সম্প্রতি প্রকাশিত হল দীপা ব্রহ্ম-র লেখা বই ‘মাটির মুখ-লোকায়ত বাংলার সন্ধান’। টুসু-ভাদু, বোলান-ঝুমুর, মুর্শিদা-আলকাফ, আউল-বাউল-ফকির, লোকনাট্য-লোকবাদ্য-লোকভাষা, যাত্রা ইত্যাদি নানা বিষয় নিয়ে রূপসী বাংলার ‘প্রকৃত রূপ’ লেখনীর মধ্যে দিয়ে তুলে ধরেছেন লালনপ্রিয় লেখিকা দীপা।
আরও পড়ুনঃ আজ থেকে বইমেলা প্রাঙ্গণে কলকাতা সাহিত্য উৎসবের সূচনা
দীপা ব্রহ্ম অনালোকিত বঙ্গের চিরন্তন ছবি তুলে ধরেছেন এই বইটিতে। ঝুমুর, কবিগান, লীলাকীর্তন, মানিকপীড়ের গান, গম্ভীরা-র লোক আঙ্গিক এবং এইসব লোকগানের শিল্পীদের কথা উঠে এসেছে দীপা ব্রহ্ম-র লেখা বইটিতে। বহু লোকশিল্পীর সাক্ষাৎকারও রয়েছে এই বইতে। ১লা ফেব্রুয়ারি কলকাতা বইমেলায় দিয়া পাবলিকেশন এই বইটি প্রকাশ করে।
এই বইপ্রকাশের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক সাধন চট্টোপাধ্যায়, নাট্যব্যক্তিত্ব আশিস চট্টোপাধ্যায়, অধ্যাপক তপন মণ্ডল, পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের আধিকারিক অভিজিৎ চট্টোপাধ্যায়, সুখবর পত্রিকার সম্পাদক শমীকস্বপন ঘোষ, লোকসংস্কৃতি গবেষক দীপঙ্কর ঘোষ, অধ্যাপক জয়গোপাল মণ্ডল, কবিয়াল সুভাষ দাস প্রমুখ। নিজের লেখা প্রথম বই প্রকাশিত হওয়ায় আপ্লুত দীপা।
দীপা ব্রহ্ম-র লেখা ‘মাটির মুখ-লোকায়ত বাংলার সন্ধান’ নিঃসন্দহে পাঠকের মন জয় করে নেব। এই বইয়ের মাধ্যমেই লোকায়ত বাংলার নানা কথা পৌঁছে যাবে বহু মানুষের কাছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584