নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুরঃ
করোনা আবহের মাঝে ‘মাটির টানে মায়ের আগমন’ থিমকে সামনে রেখে শেষ মূহুর্তের মন্ডপ প্রস্তুতি তুঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের নন্দকুমার স্পোর্টস অ্যান্ড কালচারাল সেন্টার (NSCC) ক্লাবের ।
জানা গিয়েছে বিগত বছর গুলোতে তারা বিশাল আকারে থিমের প্যান্ডেল করে মাতিয়ে তুলতো নন্দকুমার বাসীকে।
কিন্তু বর্তমানে অতি মহামারির প্রভাবে এত বিশাল অর্থ খরচ করে থিম প্যান্ডেল করা সম্ভব হয়ে না উঠলেও ছোট পুজো ও থিমের প্যান্ডেল করে পুজোটা ধরে রাখতে চায় তারা । হাতে খুবই অল্প সময়, আর এই অল্প সময়ের মধ্যেই তারা এবারে তাদের পুজোর থিম রেখেছে ‘সম্প্রীতির দুর্গা’ ।
আরও পড়ুনঃ বংশ রক্ষার তাগিদে আজও দুর্গা পুজাে করে চলেছে ক্ষীরপাইয়ের চক্রবর্তী পরিবার
গত বছরের তুলনায় এবারে তাদের বাজেট খুব কম, মাত্র সাড়ে সাত লক্ষ টাকা। তাদের এবারের পরিকল্পনা দশ হাজার মানুষকে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ ।এছাড়াও এবছর মুখ্যমন্ত্রীর সমস্ত গাইড লাইন মেনেই পুজো পরিচালনা করবে নন্দকুমার স্পোর্টস অ্যান্ড কালচারাল সেন্টার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584