দ্বিতীয় দিনেও মাধ্যমিক পরীক্ষায় ফাঁস ইংরেজি প্রশ্নপত্র

0
94

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের ধারা অব্যাহত থাকলো দ্বিতীয় দিনের ইংরেজি পরীক্ষার দিনেও। তবে এই প্রশ্নপত্রেই পরীক্ষা হচ্ছে কিনা তা পরীক্ষা শেষ হলেই জানা যাবে।

matric exam | newsfront.co
ছবিঃ প্রতীকী

গতকাল ছিলো মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন পরীক্ষা শুরুর কিছুক্ষনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে প্রশ্নপত্রের পৃষ্ঠার ছবি। একইভাবে আজকেও ছড়িয়ে পড়ে ইংরেজি প্রশ্নপত্রের ছবি।

আরও পড়ুনঃ বজ্র আঁটুনি এড়িয়ে মাধ্যমিকের প্রশ্ন ফাঁস, সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্রের ছবি

গতকালকের প্রশ্নপত্র ফাঁসের বিষয় পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় কোন মন্তব্য করতে চাননি। সূত্রের খবর এই ঘটনায় মালদহ থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে।

বিগত বছরের মাধ্যমিক পরীক্ষায় ৭টি বিষয়ের প্রশ্নপত্র পরীক্ষা শেষ হওয়ার পূর্বেই ফাঁস হয়ে গিয়েছিল। যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিলো। মান বাঁচাতে এবার প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করে পর্ষদ সভাপতি।

স্মার্টফোনের পাশাপাশি স্মার্ট ওয়াচ নিয়েও শিক্ষকদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। আট জেলায় ৪২টি ব্লকে পরীক্ষা চলাকালীন সময়ে বন্ধ রাখা হয় ইন্টারনেট পরিষেবা। কিন্তু দ্বিতীয় দিনের পরীক্ষা পর্যন্ত বলা যেতে পারে ধারা অক্ষুন্ন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here