অজ্ঞাত কারণে আইপিএল সঞ্চালনা থেকে বাদ মায়ান্তি

0
116

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

বিশ্বকাপ জয়ী পেসার রজার বিনির পুত্রবধূ ও ভারতীয় দলে খেলা স্টুয়ার্ট বিনির স্ত্রী হিসেবে আর আটকে নেই মায়ান্তি ল্যাঙ্গার। অসংখ্য ক্রিকেটপ্রেমী ম্যাচে মায়ান্তির সঞ্চালনা দেখতে চান, ভারতীয় ক্রিকেটের মুখ হয়ে উঠেছিলেন তিনি। তবে এবার সেই মায়ান্তি ল্যাঙ্গারকে বাদ দিয়েই এবারের আইপিএল শুরু হতে চলেছে।

Mayanti Langer | newsfront.co
মায়ান্তি ল্যাঙ্গার

মায়ান্তিকে কেন বাদ দেওয়া হল তা এখনও স্পষ্ট নয়। তাঁর জায়গায় স্টার স্পোর্টসের তরফে এবার সঞ্চালনার দায়িত্বে আনা হচ্ছে ফক্স স্পোর্টসের সঞ্চালক নাওমি মিডোসকে। বিশ্বের ক্রীড়া অনুষ্ঠান সঞ্চালনায় অন্যতম সেরা নাওমি। তিনিই এবার আইপিএলে মায়ান্তির পরিবর্ত হচ্ছন।

আরও পড়ুনঃ মালিঙ্গাকে তারা মিস করবে বলছেন রোহিত

বাকি সঞ্চালকরা হলেন সুরেন সুন্দরম, কিরা নারায়ণন, নাসপ্রীত কৌর, তানিয়া পুরোহিত, ধীরজ জুনেজা। নতুন মুখ হিসাবে সঞ্চালকদের এই প্যানেলই মাতাতে চলেছে আইপিএল।

সুরেন সুন্দরম অবশ্য আইপিএলে একদমই নতুন নন। এরআগে কেকেআরের হয়ে সঞ্চালনা করতেন তিনি। গত বছর থেকে তিনি স্টার স্পোর্টসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here