নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
উত্তরপ্রদেশে প্রথম দফার ভোট প্রায় নাকের ডগায়, স্বাভাবিকভাবেই শাসক-বিরোধী তরজার উত্তাপও চড়ছে ক্রমশ। এবার যোগীর আশ্রম নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতী। তাঁর দাবি যোগী আদিত্যনাথ যে আশ্রমে থাকেন তা নাকি এক বিশাল বিলাসবহুল বাংলোর সমতুল্য। পরের পর টুইট করে যোগীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি।
একটা সময় দলিত সম্প্রদায়ের এই নেত্রী অসম্ভব জনপ্রিয় ছিলেন উত্তরপ্রদেশে, দীর্ঘসময় ধরে সে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। ২০১৭ সালে সমাজবাদী পার্টির সঙ্গে জোট করলেও এবার একাই লড়ছে বহুজন সমাজ পার্টি। উত্তর প্রদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন মায়াবতী। তাঁর দাবি, রাজ্য জুড়ে দুর্নীতি, বিদ্বেষ, নিরাপত্তা হীনতা তৈরি হয়েছে। পাশাপাশি যোগীর আমলে কর্মসংস্থান নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।মায়াবতীর দাবি বিজেপি সরকারের অধীনে আবনতি হয়েছে উত্তরপ্রদেশের পরিবেশ-পরিস্থিতিরও।
আরও পড়ুনঃ ভোট পরবর্তী হিংসা মামলায় আজ তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট আদালতে জমা দিচ্ছে সিবিআই
যোগী সরকারের সমালোচনা ছাড়াও বহুজন সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে সরকারে থাকার সময় কি কি কাজ করেছে তার খতিয়ানও তুলে ধরেছেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী । মায়াবতী জানান, তাঁর আমলে ‘মান্যবর শ্রী কাংশি রামজি শাহারি গরীব আবাস যোজনা’য় ২ লক্ষ পাকা বাড়ি দেওয়া হয়েছিল মাত্র দু দফায়। লক্ষাধিক মানুষকে জমি প্রদান করা হয়েছিল বলেও উল্লেখ করেছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584