দিল্লির রাজপথে মজদুর-কিষাণ সংঘর্ষ র‍্যালি

0
99

ওয়েবডেস্কঃ-

কেন্দ্রীয় সরকারের কৃষক ও শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে আজ দিল্লির রাজপথ মজদুর-কিষাণ সংঘর্ষ র‍্যালির সাক্ষী থাকল।

ছবি-The Indian Express

শ্রম আইনের উপযুক্ত রূপায়ণ, ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা , কর্মসংস্থান বৃদ্ধি, অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের স্বীকৃতি, ঋণ মকুব, জমিহীনদের জমি, ২০০ দিন কাজ, এমজিএনআরইজিএ-র শ্রমিকদের জন্য ৩৫০ টাকা মজুরি, অতিরিক্ত মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ প্রমূখ  ১৫ দফা দাবি নিয়ে আজ দিল্লির রাজ পথে জন জোয়ার দেখা গেল। অংশগ্ৰহনকারী  কৃষক, শ্রমিক নেতৃবৃন্দের দাবি প্রায় দেড় লক্ষ কৃষক   শ্রমিক এই  মিছিলে অংশগ্রহণ করে।

মিছিল শেষে কৃষকসভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ কেন্দ্রীয় সরকারের কৃষক ও শ্রমিক নীতি ও ‘আচ্ছেদিন’কে  তুলোধনা করেন।আজকের র‍্যালি মহারাষ্ট্র র‍্যালিকে স্মরণ করিয়ে দেয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here