আগামী অক্টোবর থেকে আসতে চলেছে ক্রিকেটের নতুন নিয়ম

0
101

কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ

ক্রিকেটকে দর্শকদের মধ্যে আরও জনপ্রিয় ও রোমাঞ্চকর করতে বেশ কয়েকটি নিয়মের পরিবর্তন আনতে চলেছে এমসিসি। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেটের নিয়ম বদলাতে চায় এমসিসি। আগামী বছর অনুষ্ঠিত অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের আগেই মেলবোর্ন ক্রিকেট ক্লাব খেলার কিছু নিয়মে পরিবর্তন করতে চলেছে।

MCC on Mankad

এমসিসি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে। আগামী ১লা অক্টোবর থেকে নতুন আইন প্রযোজ্য হবে এবং আগামী বছর অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে এই নতুন আইন বলবৎ করা হবে। যদিও ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড সদ্যসমাপ্ত হান্ডেড ক্রিকেট এই নিয়মগুলি পরীক্ষা করা হয়েছে। এমসিসির নতুন নিয়ম গুলি হল মুখের লালা দিয়ে বল ঘষা যাবে না, মানকাডিং আউটকে এনসিসি ধারা ৩৮ অনুযায়ী রান আউট ধরা হবে। কোন ব্যাটসম্যান আউট হলে নতুন ব্যাটসম্যান স্ট্রাইক নিবে। ক্লোজ ফিল্ডার কোনরকম অনফায়ার মোমেন্ট বা অবাঞ্চিত নড়াচড়া করলে ডেড ঘোষণা করা হবে, যদি ওই ব্যাটসম্যান ওই বলে কোন শট নেন তাহলে স্কোরবোর্ডে ৫ রান যোগ হবে। এবং যদি শর্ট নাও নেয় তবুও স্কোর বোর্ডে ৫ রান যোগ করা হবে।

ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে কোন ব্যক্তি বা পশু প্রবেশ করলে ডেড বল ঘোষণা করা হবে। যেমন মাঠের বাউন্ডারি লাইনে কোন অবাঞ্ছিত দর্শক বা কোন প্রাণী যদি খেলা চলাকালীন মাঠে প্রবেশ করে ফিল্ডিংরত খেলোয়াড়কে অবস্ট্রাক করে তাহলে সেই বলটি ডেড বলে ঘোষণা হবে। কোন ব্যাটসম্যান আউট হলে নতুন ব্যাটসম্যানকে স্ট্রাইক নিতে হবে যদি না ওভার শেষ হয়। এছাড়া ওয়াইড বলের ক্ষেত্রেও নিয়মে পরিবর্তন করা হয়েছে। এই সকল নতুন নিয়ম সদ্যসমাপ্ত ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড হান্ড্রেড ক্রিকেট টুর্নামেন্টে পরীক্ষামূলক ভাবে শুরু করা হয়েছিল।

আরও পড়ুনঃ ইউক্রেন ইস্যুতে রাশিয়ায় এবার ব্যবসা স্থগিত রাখছে ম্যাকডোনাল্ড’স, পেপসি ও কোকাকোলা সহ নামিদামি প্রতিষ্ঠান

উক্ত নিয়মগুলি আগামী ১লা অক্টোবর মাসের থেকে প্রযোজ্য হবে বলে জানিয়েছে এমসিসি। তার পরিপ্রেক্ষিতে এই নতুন নিয়ম টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে অন্তর্ভুক্ত করতে চান যদিও মানকাডিং আউট নিয়ে প্রাক্তন এবং বর্তমান ক্রিকেট এছাড়া ক্রিকেটবিশ্ব একমত না হলেও এমসিসি ক্রিকেট আইনে ৩৮নম্বর ধারা অনুযায়ী রান আউট হিসেবেই বিবেচিত হবে বলা হয়েছে। এই নতুন নিয়মের ফলে ক্রিকেটকে আরো রোমাঞ্চকর করার ক্ষেত্রে এই সিদ্ধান্ত ফলপ্রসূ হবে বলে আশা করছে এনসিসি। গোটা বিশ্বে ক্রিকেটপ্রেমীদের আরো জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই নতুন নিয়মাবলী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here