অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ
অস্ট্রেলিয়ার স্লেজিং পর্ব যেন শেষই হচ্ছে না। ২০১৮-১৯ মরসুমে ভারত প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল। ২-১ ফলে সেবার পেইন বাহিনীকে হারিয়েছিল বিরাটরা। সেই সিরিজ জয়ে মুখ্য ভূমিকা ছিল ভারতের ডান হাতি ব্যাটসম্যান চেতেশ্বর পূজারার। তিনি সেবার ভারতের সর্বোচ্চ রান সংগ্রহক ছিলেন।
প্রসঙ্গত করোনাকালে ফেব্রুয়ারি মাসের পরে এই প্রথম় আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে ভারত। তার উপর প্রথম টেস্টের পরে পিতৃত্বকালীন ছুটির কারণে সিরিজের বাকি টেস্টে খেলবেন না বিরাট কোহলি। ফলে স্বাভাবিকভাবেই পূজারার উপর প্রত্যাশার চাপ অনেক বেশি থাকবে।
প্রাক্তন অজি পেসার তথা বহু যুদ্ধের প্রতীক গ্লেন ম্যাকগ্রা মনে করেন শেষবার সিরিজ জয়ের ফলে এই সিরিজ অনেক হাড্ডাহাড্ডি হবে তার উপরে ফিরে এসেছেন ওয়ার্নার ও স্মিথ।
আরও পড়ুনঃ অ্যাডিলেডে করোনা ভ্রুকুটি, টেস্ট ঘিরে অনিশ্চয়তা
১৭ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু দুই দলের টেস্ট সিরিজ গোলাপি বল টেস্ট দিয়ে। প্রাক্তন অজি পেসার ম্যাকগ্রা বলেন, “কোহলির অনুপস্থিতি এই সিরিজে অবশ্যই প্রভাব ফেলবে। বিরাটের মতন ক্লাস এবং প্রতিভাবান ব্যাটসম্যান এই সিরিজের ৪ টেস্টের মধ্যে ৩ টিতে না থাকা ভারতের পক্ষে এক বড় ক্ষতি। কোহলির দলে ডবল ভ্যালু রয়েছে।
আরও পড়ুনঃ কলকাতায় মহামেডান কোচে হোসে
এক ব্যাটসম্যান হিসেবে দুই অধিনায়ক হিসেবে পূজারার সবচেয়ে বড় বিষয়টি ছিল ও রান না পেলেও ক্রিজে থাকে ও রানের জন্য তাড়াহুড়ো করে না, ওর এই বিষয়টা বাকিদের থেকে ওকে এগিয়ে রাখবে ওকে বাউন্স ক্রমাগত দিতে থাকলে আর ইনসুইং দিলেও চাপে থাকে তাই আমার পরামর্শ হবে পূজারাকে বাউন্স ও ইনসুইং ডেলিভারি করার কারণ বিরাটের অনুপস্থিতিতে ওই ভারতের সব থেকে সেরা ব্যাটসম্যান।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584