ইন্দিরাগান্ধী জাতীয় প্রতিবন্ধী ভাতা প্রকল্প থেকে নাম বাতিলের আর্জি,মোঃ জিল্লার রহমানেরঃসাফল্য সামাজিক নিরীক্ষা্‌র, অনন্য নজির

0
326

নিজামুদ্দিন সেখ,রেজিনগর,মুর্শিদাবাদ: –

ইন্দিরাগান্ধী জাতীয় প্রতিবন্ধী ভাতা থেকে নাম বাতিলের আর্জি জানিয়ে আবেদনপত্র তুলে দিলেন মুর্শিদাবাদ সামাজিক নিরীক্ষার বিভাগের রামপাড়া-২ গ্রামীণ সম্পদকর্মী দের হাতে বেলডাঙ্গা-২ ব্লকের রামপাড়া-২ গ্রাম পঞ্চায়েতের তকিপুর গ্রামের বাসিন্দা মোঃ জিল্লার রহমান,তিনি বলেন “ যে সময়ে তিনি ভাতা প্রথম ভাতা পেয়েছিলেন তখন তার অতি প্রয়োজনীয় ছিল সেটা,কিন্তু এখন তিনি সমস্ত প্রতিবন্ধকতা কে জয় করে জীবনযুদ্ধে এগিয়ে চলেছেন,আর্থিক ভাবে সচ্ছলতা আর্জন করতে পেরেছেন,ফলে তার আর ভাতা প্রয়োজন নেই, তার পরিবর্তে এমন অতি প্রয়োজনীয় মানুষ রয়েছেন তাদের যাতে দেওয়া যায় সেই ব্যাবস্থা হলে আমি খুশি হব”।

এই সেই আবেদন পত্র।

মুর্শিদাবাদের ১২ টি ব্লকে চলছে সামাজিক নিরিক্ষার কাজ,এই সমিক্ষায় নিযুক্ত রয়েছেন গ্রামসম্পদ কর্মীরা, বাড়ী বাড়ি গিয়ে কেন্দ্রীয় সরকারের তিনটি প্রকল্পের সামাজিক নিরিক্ষা চালাচ্ছেন তারা, এর মধ্যে জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প অন্যতম এই প্রকল্পের অন্তর্গত ইন্দিরাগান্ধী জাতীয় প্রতিবন্ধী ভাতা প্রকল্প(IGNDPS)। রামপাড়া-২ গ্রাম পঞ্চায়েতের সামাজিক সহায়তা প্রকল্প প্রায় সাড়ে আটশ উপভোক্তা আছেন,তার মধ্যে অনেকেই প্রতিবন্ধী ভাতা পান ,তাদের বাড়ি বাড়ি গিয়ে প্রকল্পের সুবিধা প্রাপ্ত দের সাথে কথা বলেন তারা .সেখানেই উঠে আসে জিল্লার ..সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ .

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here