হাই ভোল্টেজ নন্দীগ্রাম! জোটের সম্ভাব্য প্রার্থী সেলিম

0
335

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

বর্তমানে রাজ্যে সবচেয়ে হাই ভোল্টেজ আসন হল নন্দীগ্রাম। কারণ এই আসনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছেন। এদিকে মুখ্যমন্ত্রীর প্রতিদ্বন্দ্বি হিসেবে বিজেপি, সদ্য তৃণমূল থেকে আসা শুভেন্দু অধিকারীকে টিকিট দিয়েছে। তাই জমজমাট এই লড়াইতে নন্দীগ্রাম আসন আগেই ছেড়ে দিয়েছে সিপিএম। তারা আসনটি আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আই এস এফ)কে আগেই ছেড়ে দিয়েছে।

Md Salim | newsfront.co
ফাইল চিত্র

কিন্তু বর্তমানে এই আসনের গুরুত্ব বুঝতে পেরে এবার তারা নিজেরাই একজন হেভিওয়েট প্রার্থী দেবার সিদ্ধান্ত নিতে চলেছে বলে খবর। সম্ভবত তারা দলের পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিমকে প্রার্থী করতে পারে বলে শোনা যাচ্ছে।

কারণ তারা চাইছে,রাজ্যের সবচেয়ে হেভিওয়েট কেন্দ্রে তৃতীয় প্রার্থীর নামটিও হোক হেভিওয়েট। এমনটাই চাইছে বামফ্রন্টের সবচেয়ে বড় শরিক সিপিএম। তাই নন্দীগ্রাম আসনটি জোটসঙ্গী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে না ছেড়ে নিজেরাই প্রার্থী দেওয়ার কথা ভাবছে জোটের ‘বড় দাদা’রা।

চিরাচরিতভাবে নন্দীগ্রাম আসনটিতে প্রার্থী দেয় বাম শরিক সিপিআই। সেই ১৯৫২ থেকে নন্দীগ্রামে প্রার্থী দিয়ে আসছে তারা। একটা সময় এই নন্দীগ্রাম সিপিআইয়ের গড় হিসেবেও পরিচিত ছিল। ২০০৯ সালের উপনির্বাচনের আগে পর্যন্ত এই কেন্দ্র থেকে কখনও জেতেনি তৃণমূল। কিন্তু শেষ দুটি নির্বাচনে বামেরা গিয়ে ঠেকেছে তলানিতে। এবারে নন্দীগ্রামে হাড্ডাহাড্ডি লড়াই। প্রার্থী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ কেরলে ফের ক্ষমতায় ফিরছে এলডিএফঃ সমীক্ষা রিপোর্ট

বিজেপির তরফে আবার লড়ছেন সদ্য শাসক শিবির থেকে গেরুয়া শিবিরে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। যার জেরে নন্দীগ্রামই এখন রাজ্যের সবচেয়ে হেভিওয়েট কেন্দ্র। তাই এই কেন্দ্রে নিজেদেরও হেভিওয়েট প্রার্থী দিতে চায় সংযুক্ত মোর্চা।

আরও পড়ুনঃ নারী দিবসের দিনই মহিলাদের নিয়ে পাঁশকুড়ায় প্রচার শুরু ফিরোজা বিবির

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, “নন্দীগ্রাম এবারের ভোটে হাই প্রোফাইল কেন্দ্র। এখান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়াচ্ছেন। বিজেপি শুভেন্দু অধিকারীর মতো নেতাকে প্রার্থী করেছে। আমরা জোটের তরফেও হেভিওয়েট প্রার্থী দেব। যার অন্তত রাজ্য স্তরে ভালো পরিচিতি আছে। তবে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সময় নিচ্ছি আমরা।” আসলে বামেদের ধারণা, প্রথমবার ভোটের ময়দানে অবতীর্ণ হতে চলা আইএসএফের পক্ষে এত হেভিওয়েট প্রার্থী পাওয়া ও ভোট করার মেশিনারি জোগাড় করতে বেগ পেতে হবে। তাই এবিষয়ে তারা আইএসএফ নেতৃত্বের সঙ্গে কথা বলবে বলে খবর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here