নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের ভূমিকার কড়া সমালোচনা করলেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম।

তিনি বলেন, “পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের এই রাজ্যে ফেরানোর ব্যাপারে উদাসীন। তাদের কোনও নম্বর, কোনও অ্যাপস কাজ করছে না। শুধুমাত্র চাল চুরির ক্ষেত্রেই তৃণমূল নেতাদের এগিয়ে আসতে দেখা যাচ্ছে”।
আরও পড়ুনঃ ভিন রাজ্যে মৃত্যু পরিযায়ী শ্রমিকের
পাশাপাশি, তিনি কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করে বলেন, “আইন অনুযায়ী পরিযায়ী শ্রমিকদের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের বেশি। ট্রেন চালানো তাদের হাতে। কিন্তু তা সত্বেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে গাইডলাইন তৈরি করেছে, সেখানে ট্রেন চালানোর কথা তিনি বলছেন না। শিয়ালদা-হাওড়া-শালিমার-কলকাতা-খড়গপুর-মালদা আসানসোল-সহ একাধিক স্টেশনে এই ধরনের ট্রেন চালিয়ে শ্রমিকদের নিয়ে আসতে হবে”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584