নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
তৃণমূল বিজেপি একই মুদ্রার এপিঠ ওপিঠ বলে উল্লেখ করলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। রবিবার সকালে গঙ্গারামপুরের রবীন্দ্রভবনে রাজনৈতিক একটি সভায় যোগ দিতে আসেন সেলিম, সেখানে একযোগে কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনার পাশাপাশি বিজেপি এবং তৃণমূল একই পংক্তিভুক্ত বলে দাবি করেন।
এদিন সিপিএমের এই পলিটব্যুরোর নেতা বলেন, তৃণমূল বা বিজেপি উভয় দলই নিজেরা নিজের দলের সৈনিক বা সেনাপতি কিছুই তৈরি করতে পারে না। তারা সব ভাড়াটে সৈনিক সেনাপতি নিয়ে আসে। এই দুই দল চলছে নাগপুরে তৈরি করা প্রেসক্রিপশন অনুযায়ী। এদের কোন নীতি আদর্শ নেই।
আরও পড়ুনঃ কেশপুরে তৃণমূল কংগ্রেসের সরকারকে চাল চোর সরকার বলে কটাক্ষ লকেটের
তৃণমূল এবং বিজেপির প্রেসক্রিপশন তৈরি হয় নাগপুর থেকে দিলীপ ঘোষ এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলিকে বিভিন্ন জায়গায় কার্যকরী করেন। এরা একই মুদ্রার এপিঠ-ওপিঠ এমনটাই অভিযোগ সিপিআইএম নেতা মহাম্মদ সেলিম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584