অঞ্জন চট্টোপাধ্যায়, আগরপাড়াঃ
ক্যান্সারের নেই কোনো এনসার এই তত্ত্ব বদলাচ্ছে।যুব রাজ সিং, মনীষা কৈরালা দের ক্যান্সার জয় করে ফেরা তো সেই প্রেরণাই দিচ্ছে। আসলে ক্যান্সার আতঙ্ক আসল কথা হল ক্যান্সার শরীরের যে কোনো জায়গায় হতে পারে, ছোট থেকে বড় সকলের ক্যান্সার হতে পারে, সঠিক সময় এই চিকিৎসা না হলে মৃত্যু হতে পারে, তবে সবার চিকিৎসা করার বহু টাকা দিয়ে সামর্থ্য থাকে না।তবে সেই আক্ষেপ মিটতে চলেছে।
সব রকম ক্যান্সারের চিকিৎসা হবে বিটি রোড আগরপাড়ার নব নির্মিত মেডেলা ক্যান্সার কিওর সেন্টারে। আজ নেতাজি জন্মদিনে এর উদ্বোধন হয়ে গেল। তিরিশ কাঠা জমির উপর গড়ে উঠেছে এই মেডেলা ক্যান্সার কিওর সেন্টার। এলসিআন নামে এক অত্যাধুনিক ক্যান্সার চিকিৎসার নতুন মেশিন আনা হয়েছে বিদেশ থেকে। থাকছে ৫০টা বেড।
তবে এখনই না ধীরে ধীরে বাড়ানো হচ্ছে আপাতত ১৫টা বেড থাকছে। এই হাসপাতালের ক্যান্সার এর প্রধান ডাক্তার অপূর্ব কাবাসী জানালেন সার্জারি, কেমো থেরাপি ও রেডিয়েশন সব কিছুই দেওয়া হবে যার খরচ অন্য জায়গা থেকে খুব কম।
আরও পড়ুনঃ শাহ-সফরের আগে দলবদলের জল্পনা বঙ্গ রাজনীতিতে
আউট ডোরে মাত্র ১ হাজার টাকায় পর পর ৫ দিনের ক্যান্সার চিকিৎসা করতে পারা যাবে। মোট ৩৫ জন ডাক্তার ও ৪ জন ক্যান্সার এ বিশেষ ট্রেনিং প্রাপ্ত নার্স থাকছে এই হাসপাতালে। আউট ডোর খোলা থাকবে সারাক্ষন। এদিন সেই নিয়ে কলকাতা প্রেস ক্লাবে হয়ে গেল সাংবাদিক সম্মেলন।
সেখানে হাসপাতালের কর্ণধার রাজেশ জিন্দাল জানান,উন্নত পরিষেবা দিতে আমরা বদ্ধ পরিকর। যেন চিকিৎসা সব ধরণের মানুষ পায় সেটাই আমাদের উদ্দেশ্য তাই ব্যবসার কথা পুরোটা মাথায় রাখছি না।” একইসঙ্গে জানানো হয় পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী কার্ড প্রযোজ্য হবে এখানে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584