টিআরপি স্ক্যাম, মিডিয়া এথিক্স খতিয়ে দেখবে সংসদীয় কমিটি

0
86

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

টিআরপি স্ক্যাম, মিডিয়া এথিক্স বিষয়গুলি খতিয়ে দেখবে শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি, আলোচনা আগামী সপ্তাহে।রিপাবলিক ইন্ডিয়া-সহ কয়েকটি টিভি চ্যানেলের বিরুদ্ধে অভিযোগ ওঠে অনৈতিক ভাবে টিআরপি বাড়ানোর, যা নিয়ে তদন্ত করছে মুম্বাই পুলিশ।

man | newsfront.co
শশী থারুর

কয়েকটি চ্যানেল মালিককে গ্রেপ্তারও করেছে পুলিশ। এই ঘটনা সামনে আসার পর কংগ্রেস সংসদ কার্তি চিদাম্বরম অনুরোধ করেন শশী থারুরকে তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের সাথে আলোচনার জন্য এবং বিষয়টি নিয়ে তদন্ত করুক আইটি বিষয়ক সংসদীয় কমিটি। তিনি বলেন, সরকারী বিজ্ঞাপন নির্ভর করে চ্যানেলের টিআরপির ওপর অর্থাৎ যেসমস্ত চ্যানেলের টিআরপি বেশি, সরকারী বিজ্ঞাপন সেই চ্যানেলগুলিতেই দেওয়া হয়।

ধরে নেওয়া হয় তাতে বেশি সংখ্যক দর্শকের কাছে বিজ্ঞাপনগুলি পৌঁছবে। এই বিজ্ঞাপনের খরচ বহন করে সরকার। এক্ষেত্রে সাধারণ মানুষের করের টাকা খরচ করে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে মিথ্যা তথ্যের ওপর তৈরি করা টিআরপি দেখে। এবিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন।

আরও পড়ুনঃ এলগার পরিষদ মামলায় ৮৩ বছর বয়স্ক সমাজকর্মীকে গ্রেফতার করল এনআইএ

জানা গিয়েছে, আগামী ১৫ এবং ১৬ অক্টোবর কমিটির দুটি বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে মিডিয়া এথিক্স বিষয়টি নিয়েও আলোচনা হবে। এরমধ্যে সোশ্যাল মিডিয়াও অন্তর্ভুক্ত; সাধারণ মানুষের অধিকার রক্ষা, ডিজিটাল মিডিয়াতে মহিলাদের অধিকার সুরক্ষিত করা এবং সাইবার সিকিউরিটি নিয়ে দেশের অবস্থান এখন কি পর্যায়ে এইসব কিছু পর্যালোচনা করবে কমিটি।

আরও পড়ুনঃ জিডিপি পতনের ইঙ্গিত দিলেন আরবিআই গর্ভনর

বৈঠকে উপস্থিত থাকবেন নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন, প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া এবং প্রসার ভারতীর প্রতিনিধিরাও। “এথিকাল স্ট্যান্ডার্ড অফ মিডিয়া কভারেজ” নিয়ে আলোচনাতে তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের বক্তব্য ও আলোচ্য বিষয়।

প্রসঙ্গত উল্লেখ্য, পুনরায় গঠিত হওয়া আইটি বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান হিসেবে পুনর্বহাল করা হয় শশী থারুরকে, যদিও ফেসবুক ইন্ডিয়াকে সমন পাঠানোয় ক্ষুব্ধ বিজেপি সদস্যরা চেয়েছিলেন শশী থারুরের অপসারণ কিন্তু তা হয়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here