উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
মিডিয়া এখন কর্পোরেট হয়ে গেছে মন্তব্য করলেন সিপিআই (এম) দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। রবিবার প্রমোদ দাশগুপ্ত ভবনে সিপিআই (এম) মুখপত্র গণশক্তির পঞ্চান্ন তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন কেন্দ্রীয় বামপন্থী এই নেতা।
তিনি বলেন,’এখন ফেক নিউজ আর আসল সংবাদের তফাত করা যায় না। ব্যবসায়ীক স্বার্থেই খবর করা হচ্ছে। বলছে করোনার ভ্যাকসিন নাকি বিজেপির ভ্যাকসিন। না এটা বিজ্ঞানের দান। বর্তমানে আর্থিক সংকট চলছে। ১৫ কোটি লোকের চাকরি গেছে। দেশে সব জিনিসের দাম বাড়ছে।
তেল গ্যাসের দাম সারা পৃথিবীতে যখন কমছে, তখন আমাদের দেশে বাড়ছে। নোট বন্দি ও জিএসটিতে দেশের সর্বনাশ আগেই হয়ে গেছে। এখন আনাজ গুদাম ভরতি। কিন্তু তা বাজারে আসবে না। বিদেশে রপ্তানি করবে কর্পোরেট সংস্থা। রেল এয়ার পোর্ট , কয়লা সব বেচে দিচ্ছে । মুনাফা বাড়াতে লুঠ করার ফন্দি।
আরও পড়ুনঃ ফেব্রুয়ারিতে ব্রিগেড সমাবেশ করতে কংগ্রেসকে পাশে চাইছে বামেরা
কৃষি বিল যাতে সংশোধন করতে না পারে তাই শীতকালীন অধিবেশন বন্ধ রাখা হয়েছে। আদালতের ক্ষমতা শেষ করা হচ্ছে। চল্লিশ দিন ধরে কৃষকরা দিল্লিতে এক ডিগ্রী ঠান্ডার মধ্যে আন্দোলন করছে, তাদের সঙ্গে কথা বলার সময় নেই।’
আরও পড়ুনঃ টি ব্যাগে এবার দিলীপ ঘোষের ছবি, বঙ্গ বিজেপির জনসংযোগের নয়া কৌশল
পরে সীতারাম ইয়েচুরি আরও বলেন,’দেশের মধ্যে বিজেপি সরকারের বিরুদ্ধে কথা বললেই তাদের দেশদ্রোহী বলা হয়। মামলা দায়ের করা হচ্ছে। কেন্দ্রের বিজেপি সরকারকে হারাতে হলে এরাজ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে এই সরকার শেষ করতে হবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584