“ছ’মাসের মধ্যে মিডিয়ার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ”, হুঁশিয়ারি তামিলনাড়ু বিজেপি সভাপতির

0
79

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

তামিলনাডু বিজেপির নতুন সভাপতি কে আন্নামালাইয়ের হুঁশিয়ারি, ছয় মাসের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে মিডিয়া। তিনি এও বলেন, তাঁর পূর্বসূরি এল মুরুগান বর্তমানে তথ্য সম্প্রচার মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী তাই সমস্ত গণমাধ্যম তাঁর নিয়ন্ত্রণে।

Tamilnadu BJP President
সৌজন্যেঃ দ্য হিন্দু

তামিলনাড়ুর তথ্য প্রযুক্তি মন্ত্রী মানো থাঙ্গারাজ বিজেপি সভাপতির এই বক্তব্যের তীব্র নিন্দা করে বলেন, “বিজেপি সভাপতির বক্তব্য রীতিমতো ভীতি প্রদর্শন করা এবং নিন্দনীয়।” মানো থাঙ্গারাজ আরো বলেন, আন্নামালাইয়ের এই মন্তব্য গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত এনেছে। গণমাধ্যমকে কোন একটি রাজনৈতিক দলের মুখপত্র হিসেবে ব্যবহার করার প্রচেষ্টা, যেখানে গণমাধ্যমের দায়িত্ব ভাব প্রকাশের স্বাধীনতাকে তুলে ধরা।

তামিলনাড়ু বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য চেন্নাই পৌঁছনোর আগে কোয়েম্বাটোরে তিনদিন ধরে রোড শো করছেন। তারমধ্যেই নামাক্কলে এক কর্মীসভায় মিডিয়াকে এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ হরিয়ানায় ১০০ কৃষকের বিরুদ্ধে দেশদ্রোহ মামলা দায়ের

কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “মিডিয়ার ব্যাপারে আপনারা কেউ কোন চিন্তা করবেন না। মিডিয়া আমাদের বিষয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, মিথ্যা খবর পরিবেশন করে যাচ্ছে। দেখবেন এইসব কিছু আগামী ছ’মাসের মধ্যে আমাদের নিয়ন্ত্রণে চলে এসেছে। আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো, মিথ্যা খবর পরিবেশন করা সমস্ত বন্ধ হয়ে যাবে।”

আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় সফল যোগী রাজ্য, প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন যে, লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে আগামী তিন বছর তাঁদের দলের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। একমাত্র লক্ষ্য হতে হবে আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁদের বিধায়কের সংখ্যা যাতে ৪ থেকে ১৫০-এ পৌঁছতে পারে। উল্লেখ্য, তামিলনাড়ু বিজেপির নতুন সভাপতি কে আন্নামালাই কর্ণাটক ক্যাডারের এক প্রাক্তন আইপিএস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here