কোচবিহার জেলা প্রশাসনের উদ্যোগে চালু ওষুধের হোম ডেলিভারি

0
42

মনিরুল হক, কোচবিহারঃ

করোনা সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে লকডাউন চলছে। বাড়ির বাইরে বের না হওয়ার জন্য বারবার পরামর্শ দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। সেই সময় কোচবিহারে চালু করা হল ওষুধের হোম ডেলিভারি। কোচবিহার সদর মহকুমা শাসক সঞ্জয় পালের উদ্যোগে শহরের তিনটি ওষুধের দোকানকে নিয়ে ওই ওষুধের হোম ডেলিভারির ব্যবস্থা করা হয়।

নিজস্ব চিত্র

কোচবিহার পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর বিশ্বজিৎ রায় জানান, কোচবিহার সদর মহকুমা শাসকের নির্দেশে শহরের তিনটি দোকানকে নিয়ে এই ওষুধের হোম ডেলিভারির ব্যবস্থা করা হয়েছে। অনেক মানুষ এই সময় বাড়ি থেকে বের হতে পারছেন না। তাঁদের কথা মাথায় রেখে এই ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুনঃ কোচবিহারে ৬৪ জন ভবঘুরেকে খাওয়ালেন আরপিএফ – জিআরপিরা

প্রত্যেক দিন সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত হোম ডেলিভারি করা হবে। ওষুধ পেতে আপনাকে ৭৭৯৩৭০৫০১৮১/ ৯৪৩৪২৫৬১৩৭/ ৯৮৩২৩৬১৬০২/ ৯৮৫১৪৮৩৩৫৭ নম্বর গুলোতে হোয়াটস অ্যাপ করে প্রেক্সিপশন আপলোড করে দেওয়া অথবা ওষুধের নাম সহ অন্যান্য তথ্য দিয়ে দিলেই আপনার বাড়িতে ওষুধ পৌঁছে দেওয়া হবে বলে বিশ্বজিৎ বাবু জানিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here