নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বাবাকে খুনের অভিযোগে ছেলেকে বৃহস্পতিবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল মেদিনীপুর জেলা আদালতের ফাস্ট ট্রাক কোর্ট।বুধূ রাউৎ খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হয় তার ছেলে স্বপন রাউৎ।
বৃহস্পতিবার মেদিনীপুর জেলা আদালতের ফাস্ট ট্রাক কোর্টের বিচারক ৩০২ ধারায় বাবাকে খুন করার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া স্বপন রাউৎকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বলে জানালেন সরকার পক্ষের আইনজীবী দেবাশিস মন্ডল।
তবে বুধূ রাউৎয়ের স্ত্রী কচি রাউৎ কে আদালত বেকসুর খালাস করে দিয়েছে। উল্লেখ করা যায় যে ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানার ডাকা গ্রামের বুধূ রাউৎকে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করে তার ছেলে স্বপন রাউৎ বলে অভিযোগ। এরপর পুলিশ তদন্তে নেমে মৃতের স্ত্রী ও ছেলে কে গ্রেফতার করে।
আরও পড়ুনঃ ১৯ বছর পর ফাঁসির সাজা ঘোষণা হাজারদুয়ারির আধিকারিক খুনের
১৭ জন সাক্ষী ওই ঘটনায় সাক্ষ্যদান করে। তারই পরিপ্রেক্ষিতে বুধবার স্বপন রাউৎকে দোষী সাব্যস্ত করে আদালত। বৃহস্পতিবার তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় মেদিনীপুর জেলা আদালতের ফাস্ট ট্রাক কোর্টের ভারপ্রাপ্ত বিচারক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584