নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
করোনা ভাইরাস সংক্রমণের জেরে সারা দেশজুড়ে লক ডাউন শুরু হয়েছে। যার জেরে মেদিনীপুর শহরের সমস্ত দোকান পাট বন্ধ রয়েছে। যার ফলে মেদিনীপুর শহরের বিভিন্ন রাস্তার ধারে দীর্ঘদিন ধরে থাকা ভবঘুরেদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছে।
তাই বুধবার মেদিনীপুর পুরসভার পক্ষ্য থেকে ভবঘুরেদের হাতে খাবার তুলে দেওয়া হয়। পুরসভার পক্ষ্য থেকে খাওয়ার পেয়ে খুশি ভবঘুরেরা। মেদিনীপুর পুরসভার প্রশাসক তথা মেদিনীপুর সদর মহকুমার মহকুমা শাসক দীন নারায়ন ঘোষ বলেন করোনা ভাইরাস এর জেরে এখন লকডাউন চলছে।
আরও পড়ুনঃ পুলিশের প্রণাম, মুখে হাসি বালুরঘাটের প্রবীণদের
তাই মেদিনীপুর শহরের সমস্ত দোকান পাট বন্ধ রয়েছে। যার ফলে ভবঘুরেরা সমস্যায় পড়েছে।তাই পুরসভার পক্ষ্য থেকে ভবঘুরেদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। আগামীদিনে ও ভবঘুরে দের জন্য খাবারের ব্যবস্থা করবে মেদিনীপুর পুরসভা বলে পুর প্রশাসক দীন নারায়ণ ঘোষ জানান। ভবঘুরেদের পাশাপাশি মেদিনীপুর শহরে থাকা ভিক্ষুক দের হাতেও মেদিনীপুর পুরসভার পক্ষ্য থেকে বুধবার খাবার তুলে দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584