করোনা তহবিলে অর্থ প্রদান মেদিনীপুর টাউন স্কুলের

0
38

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

করোনা মোকাবিলায় এগিয়ে এলেন শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীগণ। বিপন্ন সময়ে করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এলো, দেশের স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্যে ঐতিহ্যমন্ডিত মেদিনীপুর শহরের শতাব্দী প্রাচীন হেরিটেজ বিদ্যালয় মেদিনীপুর টাউন স্কুল (বালক)।

contribution | newsfront.co
নিজস্ব চিত্র

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের তরফে সম্মিলিত ভাবে ৫১ হাজার টাকার অনুদান তুলে দেওয়া হলো মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। বুধবার রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত ও রবীন্দ্র গবেষক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.বিবেকানন্দ চক্রবর্তীর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের একটি প্রতিনিধি দল পশ্চিম মেদিনীপুর জেলা‌শাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা শাসক প্রণব বিশ্বাসের হাতে ৫১ হাজার টাকার চেকটি তুলে দেন।

আরও পড়ুনঃ খাদ্যের অভাবে ঘর ফেরত শ্রমিকদের আটক, পুলিশি তৎপরতায় শুরু স্বাস্থ্য পরীক্ষা

পরাধীন ভারতে দেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম আঁতুড়ঘর ছিল ১৮৮৩ সালে প্রতিষ্ঠিত অবিভক্ত মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন এই স্কুল। এই বিদ্যালয়ের চারজন ছাত্র দেশের স্বাধীনতা সংগ্রামে আত্মাহুতি দিয়েছেন। বিপ্লবীদের অস্ত্রগুরু হেমচন্দ্র কানুনগো এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.বিবেকানন্দ চক্রবর্তী বলেন, মারণ ভাইরাস করোনার আক্রমণে গোটা বিশ্ব, গোটা দেশ, গোটা পশ্চিমবঙ্গ আজ বিপন্ন। রাজ্যের মুখ্যমন্ত্রী এই পরিস্থিতি মোকাবিলা করে চলেছেন। রাজ্যের একটা বড় অংশের মানুষের দৈনন্দিন জীবন ধারণ আজ সংকটের মুখে।

এই কঠিন সময়ে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে যৎসামান্য অর্থ তুলে দিয়ে বিভিন্ন মানুষের পাশে কিছুটা দাঁড়ানোর চেষ্টা করলাম মাত্র। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সমাজের কাজে এলে খুশি হবো। এদিন জেলা শাসকের দফতরে প্রধান শিক্ষকের সাথে উপস্থিত ছিলেন নিখিল কুমার পাত্র,তপন সাহা,সব্যসাচী দাস ও অনন্যা পাণ্ডে প্রমুখ শিক্ষক-শিক্ষিকাগণ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here