পৌষমেলার নিরাপত্তা নিশ্ছিদ্র করতে বৈঠক

0
67

পিয়ালী দাস,বীরভূমঃ

meeting for paushamela security
পৌষমেলার নিরাপত্তা বিষয়ক বৈঠক।নিজস্ব চিত্র

২৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পৌষমেলা। সেইমতো শুরু হয়ে গেছে প্রস্তুতি।এবছর পৌষমেলায় থাকছে প্রায় ১২৫০টি স্টল। রাজ্য শিশু সুরক্ষা দফতর,চাইল্ড লাইন, আইনি পরিষেবা কেন্দ্র, জেলা পরিষদ, তন্তু বিভাগ, তাঁত ও বস্ত্রবয়ন বিভাগ, মৎস্য বিভাগ সহ একাধিক সরকারি স্টলও থাকছে পৌষমেলায়।তবে, এবছর নিরাপত্তার ব্যবস্থার উপরই বিশেষ জোর দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। আজ সেইমতো পৌষমেলার নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে চূড়ান্ত পর্যায়ের বৈঠক করেন জেলা পুলিশ প্রশাসন ও বিশ্বভারতী কর্তৃপক্ষ।বিকেল ৩ টা ৩০ মিনিট থেকে বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের কনফারেন্স হলে শুরু হয় পৌষমেলা সংক্রান্ত চূড়ান্ত বৈঠক। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর তত্ত্বাবধানে এই বৈঠক শুরু হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্মসচিব সৌগত চট্টোপাধ্যায়, জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার,পুলিশ সুপার শ্যাম সিং, বোলপুরের এস.ডি.পি.ও সৌমিত্র বড়ুয়া, শান্তিনিকেতন ট্রাস্টের ট্রাস্টি অনিল কোনার সহ অন্য আধিকারিকেরা।
পুলিশ ও বিশ্বভারতী সূত্রে খবর,এবছর মেলার নিরাপত্তার দায়িত্ব থাকছে প্রায় ২ হাজার পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ার। থাকছে মহিলা পুলিশের একটি দলও। ইভটিজ়িং ও কেপমারি রুখতে নিয়োগ করা হচ্ছে বিশেষ একটি পুলিশের দল। এছাড়াও,থাকছে বিশ্বভারতীর নিজস্ব নিরাপত্তারক্ষী সহ এন.এস.এস ভলান্টিয়ার।মেলা প্রাঙ্গণজুড়ে থাকছে ৪০ টি সি.সি.টি.ভি ক্যামেরা।মেলায় প্রবেশ ও শান্তিনিকেতন থেকে মেলায় আসার জন্য ৪০ টি ড্রপ গেট,ছ’টি ওয়াচ টাওয়ার, একটি পুলিশ কন্ট্রোল রুম সহ ১০ টি পুলিশ সহায়তা কেন্দ্র।
নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করতে প্রশাসনিক আধিকারিক ও কর্মীদের নিয়ে তৈরি করা হচ্ছে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। কোনওরকম অপ্রীতিকর ঘটনা ঘটলেই মেসেজ করা হবে ওই গ্রুপে। সেইমতো দ্রুত ব্যবস্থা নেবে পুলিশ। অন্যদিকে, শান্তিনিকেতন লাগোয়া সোনাঝুরি জঙ্গল, চিপকুটি জঙ্গল, বল্লভপুর অভয়ারণ্য, আমারকুটির প্রভৃতি এলাকায় পুলিশ মোতায়েন করা হচ্ছে। ইতিমধ্যেই পুলিশের অ্যান্টি ক্রাইমের একটি দল নজরদারি শুরু করেছে।সন্দেহভাজনদের ধরপাকড়ও শুরু করেছে ওই অ্যান্টি ক্রাইম দল।যানজট রুখতে মেলার ছ’দিন পূর্বপল্লি রাস্তা, শান্তিনিকেতন রোড ও মেলার মাঠ সংলগ্ন রাস্তাগুলিতে সমস্তরকম যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন,”মেলার নিরাপত্তার দিকটি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।২০০০ পুলিশ কর্মী মেলার নিরাপত্তার দায়িত্বে থাকছে।”

আরও পড়ুন: নেশার টাকা না দেওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা স্বামীর

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here