নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
কাটমানি শুধু নিচের তলার তৃণমূল কর্মীরাই নেয়নি,কাটমানি নিচতলা থেকে চেন সিস্টেমের উপর তলা পর্যন্ত গেছে।
পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল ময়দানে দলীয় রক্তদান শিবিরে এসে এমন কটাক্ষ করেন ভারতী ঘোষ।
মঙ্গলবার ছিল শালবনি ব্লক বিজেপির উদ্যোগে রক্তদান শিবির।আর সেই শিবিরেই ভারতী ঘোষ উপস্থিত হয়ে এমনই কটাক্ষ করেন।তিনি আরও বলেন শুধু কাটমানি ফেরত দিলেই চলবে না, কাটমানি মানে ঘুষ নেওয়া,আর ভারতীয় দণ্ডবিধির ৩৮৪ ধারার অপরাধমূলক কাজ এটা।
যেসব তৃণমূল নেতারা এই কাটমানি সঙ্গে জড়িত তাঁদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।তারপর টাকা ফেরত দেওয়ার কথা হবে,এমনই অভিমত বিজেপি নেত্রীর।
আরও পড়ুনঃ ফেক্স ঝুলিয়ে কাটমানি ফেরতের দাবি
এদিন এই রক্তদান শিবিরে প্রায় শতাধিক মানুষ রক্তদান করেন।এই রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি সমিত কুমার দাস,জেলা সম্পাদক মদন রুইদাস সহ একাধিক জেলা ও ব্লক নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584