স্পর্শ ভট্টাচার্য্য,উত্তর ২৪ পরগনাঃ
আজ উত্তর ২৪ পরগনায় নজরুল মঞ্চে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এদিন খুশ মেজাজে শুনলেন সবার কথা এবং চেষ্টা করলেন সমাধান করার।বৈঠকে উপস্থিত ছিলেন জেলার পাঁচটি মহকুমার সমস্ত বিভাগের উচ্চ পদস্থ কর্তারা এবং জেলার বিভিন্ন পুলিশ আধিকারিক।
এদিন মুখ্যমন্ত্রী জেলার মানুষদের স্বাস্থ্য শিল্প-সহ বিভিন্ন অসুবিধা এবং চাহিদা নিয়ে কথা বলেন। কয়েকজনকে বেশ কড়া ধমক দিয়ে কাজে মন দেবার কথা বলেন। এছাড়া কিছু কর্তাকে কাজের গতিবিধি ও কাজের ব্যাপ্তি সম্পর্কে বুঝিয়ে দেন।
এদিন জোর রাজনৈতিক টানাপোড়েন চলে সব্যসাচীকে নিয়ে তিনি আসবেন কিনা এই নিয়ে জল্পনা ছিল রাজনৈতিক মহলে, কিন্তু তিনি শুধু আসলেন না, তাকে দেখা গেল ফুরফুরে মেজাজে। কয়েকদিন আগেও তাকে ঘিরে দলে যে রাজনৈতিক জট সৃষ্টি হয় আজ তাতে জল ঢেলে দিন তিনি।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর নাম জানা নেই,ভাষণ শুনতে কলকাতার উদ্দেশ্যে প্রাক্তন বামকর্মী
এমনকি কয়েকদিন আগে ববি হাকিম তাকে গদ্দার বলেছিলেন তাসত্বেও সব্যসাচীর মুখে শোনা গেল ববির নাম, এদিন তিনি বারাসাতে অনৈতিক পুকুর ভরাটকে নিয়ে প্রশ্ন করেন মমতাকে এবং মুখ্যমন্ত্রী তার নিজের ভাষায় তাকে তার উত্তর বুঝিয়ে দেন।
এদিনের বৈঠকে তিনি তার রাজ্যের ঋণ নিয়ে প্রসঙ্গ তোলেন।তিনি বলেন, এই বছর ৫৬০০০ কোটি টাকা ঋণ শোধ করতে হবে। ঋণ প্রসঙ্গে আজ তিনি বামেদের দোষারোপ করেন।
এছাড়া তিনি বলেন যে “অনেক কাজ করেছি, এখন টাকার পরিমাণ কম কাজ করতে পারবো না
এছাড়া তিনি শিক্ষা প্রসঙ্গে গেলে বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রীদের সাথে কথা বলেন,
তাদের মধ্যে সরোজিনী নাইডু কলেজের সাধারণ সম্পাদক ইভলিন কৌর দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন যেমন তিনি ছাত্র ছাত্রীদের দেরিতে ফ্রম ফিল আপ করলে যে উচ্চ কমের জরিমানা ব্যবস্থা, তা নিয়ে আপোষ করেন এবং মুখ্যমন্ত্রী তা খতিয়ে দেখার নির্দেশ দেন
এদিনের বৈঠকের পরিসংখ্যান
৫৬০০০ কোটি টাকা ঋণ জমেছে,এবছর শোধ করতে হবে
অনেক কাজ করেছি আর কাজ নয়,(রাথিন ঘোষের কাজের প্রসঙ্গে তিনি একথা বলেন)
১২৩% ডিএ দিয়েছে রাজ্য সরকার,যা কোনো সরকার দিতে পারে নি
মিনাখাতে স্বাস্থ্য কেন্দ্রের ঘোষণা
উত্তর ২৪ পরগনা জেলায় ৫৪৩২১ জনকে কন্যাশ্রী দেওয়া হয়েছে।কে১ কে২ কে ৩ এই তিন প্রকল্পের মাধ্যমে
শিল্পে লগ্নি বাড়ানোর নির্দেশ
শিক্ষা ক্ষেত্রে এই জেলার দিকে নজর দিতে বলেন এবং তিনি এই জেলায় সরকারি চাকরির জন্য একটা কোচিং সেন্টার খুলে দেওয়ার নির্দেশ দেন
সন্দেশখালিতে একলব্য স্কুল খোলার নির্দেশ দেন
পিএইচই জল প্রকল্পের কাজ সম্পন্ন করতে বলেন
এই জেলায় কয়েকটি বাসরুট বাড়ানোর ঘোষণা করেন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584