জেলা প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাদের সাথে নির্বাচনী পর্যবেক্ষকের বৈঠক

0
68

সুদীপ পাল,বর্ধমানঃ

জেলার প্রশাসনিক আধিকারিকদের সাথে বৈঠক করলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক অজয় ভি নায়েক৷ জেলা নির্বাচন আধিকারিক শশাঙ্ক শেঠি ও পুলিশ কমিশনার লক্ষী নারায়ণ মীনা সহ অন্যান্য আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন।

Meeting of election observer with administration and political party
নিজস্ব চিত্র

সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস সহ বিভিন্ন দলের প্রতিনিধিদের সঙ্গে আলাদা করে বৈঠক করেন তিনি।পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা।সিপিএম নেতা বংশগোপাল চৌধুরী জানান,পুলিশি নিষ্ক্রিয়তার,পুলিশি নিরপেক্ষতার অভাবের কথা তাঁকে জানানো হয়েছে। ৫০০টি স্পর্শকাতর বুথের তালিকাও তাঁকে প্রদান করা হয়েছে।একই কথা বলছেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়।তিনি বলেন,পুলিশের নিষ্ক্রিয়তায় সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে।কুলটিতে এই নিষ্ক্রিয়তা সব থেকে বেশি।১০৪০টি স্পর্শকাতর বুথের তালিকা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ মা বোনেদের ঝাঁটা জুতো নিয়ে তৈরি থাকার নিদান বিধায়কের

তৃণমূলের পক্ষ থেকে বাবুলের প্রচার কনভয় নিয়ে অভিযোগ জানানোর পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষের কথা ব্যক্ত করা হয়েছে।বৈঠক শেষে অজয় নায়েক সংবাদ মাধ্যমকে জানান, তিনি প্রায় প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে কথা বলেছেন।তাঁদের অভিযোগগুলি শুনেছেন৷এ বিষয়ে গুরুত্বপূর্ণ অভিযোগগুলিকে তালিকাভুক্ত করা হয়েছে৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here