ডালখোলাতে পতঞ্জলী যোগ সমিতির আলোচনা সভা

0
164

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

the meeting of patanjali community at kaliyaganj
নিজস্ব চিত্র

উত্তর দিনাজপুর জেলার ডালখোলায় অনুষ্ঠিত হলো পতঞ্জলী যোগ সমিতির উদ্যোগে একটি বিশেষ আলোচনা সভা।এদিন এই সভায় যোগের পাশাপাশি পতঞ্জলী হরিদ্বার এর নির্দেশ অনুসারে জেলায় নতুন ভাবে একটি কমিটি গঠন করা হয়।

the meeting of patanjali community at kaliyaganj
প্রদীপ প্রজ্জ্বলন । নিজস্ব চিত্র

এছাড়া যারা বহু দিন ধরে যোগের সাথে যুক্ত তাদের সম্মানিত করা হয়।এদিনের এই সভায় উত্তর দিনাজপুর,বালুরঘাট,পূর্ব মেদিনীপুর,কলকাতা থেকে বহু সদস্য উপস্থিত হয়ে ছিলেন।

the meeting of patanjali community at kaliyaganj
আলোচনা শিবির।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ সমাজ সচেতনতা মূলক সিনেমা ‘অন্তরালে’ নিয়ে বিশেষ আলোচনা সভা

এদিন এই সভায় বিশিষ্ট অতিথির আসন অলঙ্কার করে ছিলেন ভারত স্বাভিমান এর রাজ্য প্রভারি শ্যামল সা,রাজ্য পতঞ্জলী যোগ সমিতির প্রভারি চন্দ্র কান্ত রাঠোর সহ এছাড়া উত্তর দিনাজপুর জেলার পতঞ্জলী যোগ সমিতির জেলা প্রভারী জয়ন্ত দাস,দক্ষিন দিনাজপুর জেলার মহিলা জেলা প্রভারী পাপিয়া রায়,বিনা চানানি (জেলা কার্যকর্তা), এছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলা কার্যকর্তা সূচনা দাস, পূরবী সরকার, ভাস্কর দেবনাথ, বিশাখা দেবনাথ, পাঁপড়ি ঘোষ,সম্পা সরকার,ইসলামপুর এর কার্যকর্তা জয় ললিত সিংহ , যুবতী প্রভারী অনুশ্রী মণ্ডল।সোশ্যাল মিডিয়া প্রভারী সীমা দাস ও পিয়া গুপ্তা,এছাড়া কালিয়াগঞ্জ যোগ সমিতির প্রশিক্ষক গোপাল সাহা,কান্তি সাহা সহ প্রমুখ।

the meeting of patanjali community at kaliyaganj
নিজস্ব চিত্র

এদিন এই অনুষ্ঠানে প্রথমেই রাজ্য পতঞ্জলী যোগ সমিতির কার্যকর্তা দের দিয়ে প্রদীপ প্রজ্বলন করা হয়।এছাড়াও এদিন পতঞ্জলী যোগ সমিতির উদ্যোগে রান্নার বহু উপকরন দিয়ে সাহায্য করা হয় করনদীঘির বাসিন্দা দিলীপ কুমার দাস কে।এদিনের এই অনুষ্ঠানে যোগ সম্পর্কে আলোচনা করতে গিয়ে শ্যামল সা বলেন ব্যক্তিসত্তার সঙ্গে বিশ্বসত্তা একত্র করে প্রশান্তি অর্জনের একমাত্র মাধ্যম হলো যোগ বা যোগাসন।বহু প্রাচীনকাল থেকে ভারতবর্ষে যোগ চর্চা করা হয়।

যদিও ভারতবর্ষেই অধিকাংশ মানুষ যোগ চর্চা থেকে নিজেকে দূরে রাখেন এবং ভবিষ্যতে নানারকম শারীরিক সমস্যার সম্মুখীন হন।বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে, যোগ বিদ্যার সাধনা এবং তাঁর উপকারিতা নিয়ে সম্মক জ্ঞানের অভাব দেখা যায় মানুষের মধ্যে তাই স্বামী রামদেব বাবার নির্দেশ অনুসারে গ্রাম থেকে শহরে সাধারন মানুষকে যোগের উপকারিতা জানাতে এই ধরনের আলোচনা সভার আয়োজন করে থাকেন বলে জানান পতঞ্জলী যোগ সমিতির জেলা প্রভারী জয়ন্ত দাস।

এদিন এই সভায় যোগ ব্যামের সাথে যারা দীর্ঘদিন ধরে যুক্ত তাদের আরপিএল-এর সার্টিফিকেট ও দেওয়া হয়। অবশেষে সভা শেষ হওয়ার আগে মহিলা দের বিভিন্ন কর্ম সংস্থানের কথাও বলা হয়।এই আলোচনা ঘিরে স্থানীয়দের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here