নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
গত বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের করোনা ভাইরাসে আক্রান্ত মৃতদের সৎকার করার জন্য কোলাঘাট ব্লক প্রশাসনের তরফ থেকে কলিস্বর,বলিশ্বর,দেহাটি ও ধুলিয়ারা সংযোগস্থলে ফাঁকা নির্জন এলাকায় শ্মশান নির্মাণ করার উদ্যোগ নিয়ে কাজ শুরু করা হয়েছিল প্রশাসনের উদ্যোগে ৷
কিন্তু কাজ শুরু করার আগেই গ্রামবাসীদের বিক্ষোভের মধ্যে পরেন নির্মাণকারীরা ৷ গ্রামবাসীদের বক্তব্য শ্মশান থেকে মাত্র ১০০ মিটারের মধ্যেই ওই ৪ গ্রামের মূল রাস্তা,যার কারণেই আতঙ্কিত হয়ে মানুষ বিক্ষোভে সামিল হয় ৷ অবশেষে প্রশাসনের তরফ থেকে জানানো হয় গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করে তারপরেই শুরু করা হবে শ্মশান তৈরি র কাজ ৷
অবশেষে কোলাঘাট ব্লক বিডিও,পাঁশকুড়া ব্লক বিডিও, পাঁশকুড়া ওসি,কোলাঘাট ওসি,কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি,সহ-সভাপতি,সিদ্ধা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করা হয় ৷এই বৈঠকে একটি কমিটি গঠন করা হয় ৷ যেখানে ওই কমিটি ওই জায়গাটি বাদে বিকল্প একটি জায়গার চিহ্নিত করে৷ এই সম্বন্ধে কোলাঘাট বিডিও মদন মন্ডল জানান ,”আমরা প্রশাসনের কর্তাদের সাথে বৈঠক করেছি,গ্রামের মানুষের কথা ভেবে আমরা একটি কমিটি গঠন করেছি , কমিটি নতুন বিকল্প জায়গা খোঁজার পর আমরা সেই জায়গায় শ্মশান তৈরি করার পরিকল্পনা করব ৷”
আরও পড়ুনঃ ব্যতিক্রম থাকলেও পুলিশি তৎপরতায় লকডাউন সফল মুর্শিদাবাদে
অন্যদিকে কোলাঘাট পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজকুমার কুন্ডু ও সিদ্ধা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বরুন হাজরাও একই কথা বলেন । এই দিন এই বৈঠকে উপস্থিত ছিলেন কোলাঘাট ব্লক বিডিও মদন মন্ডল,পাঁশকুড়া ব্লক বিডিও,পাঁশকুড়া ওসি,কোলাঘাট ওসি রাজকুমার দেবনাথ, কোলাঘাট পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজকুমার কুন্ডু, কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার ঘোড়া, পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি সহ ওই ৪ গ্রামের সমাজসেবীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584