নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
করোনা টিকাকরণে এক দিনে জোড়া রেকর্ড পশ্চিমবঙ্গ সরকারের। কো-উইন পোর্টালের তথ্য অনুযায়ী মঙ্গলবার রাজ্যে প্রায় ১২ লক্ষ টিকাকরণ করা হয়েছে, এই সঙ্গে মোট টিকাকরণ ছাড়িয়ে গেল চার কোটি।
রাজ্যে টিকাকরণের শীর্ষ আধিকারিক জানিয়েছেন, টিকা মজুত থাকলে স্বাস্থ্য দপ্তর টিকাকরণে প্রস্তুত। এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তর তাদের যা পরিকাঠামো তার মাত্র ৫০ শতাংশ ব্যবহার করছে। যথেষ্ট পরিমাণ টিকা থাকলে ২০ থেকে ২৫ লক্ষ পর্যন্ত টিকা দেওয়ার পরিকাঠামো রয়েছে রাজ্যের। অগাস্ট মাসে রাজ্যের বরাদ্দের তুলনায় ২৯ লক্ষ টিকা বেশি পাওয়া গিয়েছে। সেই কারণেই মঙ্গলবার টিকার ‘মেগা ড্রাইভ’ এর আয়োজন করে রাজ্য। সেখান থেকেই এই রেকর্ড সাফল্য রাজ্যের।
আরও পড়ুনঃ আগামী ৩ বছরের চুক্তিতে দিল্লির সংস্থা থেকে বিমান ভাড়া নিল রাজ্য সরকার
এবার আগের থেকে অনেক কম সময়ে, মাত্র ২৯ দিনের মধ্যে এক কোটি টিকাকরণ করল স্বাস্থ্য দপ্তর। প্রথমবার এক কোটি টিকা দিতে ১২০ দিন সময় লেগেছিল রাজ্যের। এক থেকে দুকোটিতে পোঁছতে লেগেছিল প্রায় ৬০ দিন। দুই থেকে তিন কোটিতে পৌঁছতে লেগেছিল ৪০ দিন। এ বার ২৯ দিনে চার কোটি ছাড়িয়ে গেল টিকাকরণ। মঙ্গলবার পর্যন্ত প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে মোট চার কোটি নয় লক্ষ টিকাকরণ সম্ভব হয়েছে রাজ্যে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584