মহা সোমবারে গঙ্গা-টায়রার বিশেষ রাত

0
477

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

গল্পে এসেছে নতুন মোড়। ভাগ্যের লিখনে পাকেচক্রে গঙ্গার সঙ্গে বিয়ে হয়ে গেছে টায়রার। টায়রাকে সাক্ষী সাজায় বিশেষ রাতের জন্য। টায়রা সেজে নিলেও সাক্ষীকে বলে যে সে কিছুতেই গঙ্গাকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারবে না। গঙ্গার সঙ্গে তার বিয়ে মৃত্যুর সমান। এই সবের মাঝেই জল ভেবে টায়রা খেয়ে ফেলে ওয়াইন। আর তারপর যা ঘটে তা বলাই বাহুল্য। মহা সোমবারের পর্বে দেখা যাবে সেই মুহূর্ত।

Gangaram | newsfront.co

ভজগোবিন্দ, হৃদয়হরণ বি.এ পাশ-এর পর স্নেহাশিস চক্রবর্তী ফের হাজির করেছেন আরও এক কেন্দ্রীয় পুরুষ চরিত্রকে নিয়ে। সে গঙ্গারাম। সে সুর শিল্পী। হেন বাজনা নেই যা সে বাজাতে পারে না। গ্রামের ছেলে এসেছে কলকাতায়, রোজগারের আশায়। আর সেখানে এসে তার জীবনটা ৩৬০ ডিগ্রি উলটে গেছে। এরপর কী হয় সেটাই দেখার।

আরও পড়ুনঃ ১২ মার্চ মুক্তির পথে ‘শ্লীলতাহানির পরে’

Gangaram Serial | newsfront.co

ওদিকে টায়রার বাবার পাঠানো তত্ত্ব নিতে রাজি হয় না গঙ্গারামের বাবা। সে মারাত্মক আত্মসম্মানজ্ঞানী।
৮ ফেব্রুয়ারি ‘গঙ্গারাম’এ দেখুন মহা সোমবার পর্ব। রয়েছে দারুণ চমক। চোখ রাখতে ভুলবেন না রাত সাড়ে ৯ টায়, স্টার জলসায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here