উইকেন্ডে চ্যালেঞ্জের মুখে কাদম্বিনী, সৌদামিনী

0
233

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

Kadambini | newsfront.co

বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘কাদম্বিনী’ এবং ‘সৌদামিনীর সংসার’। কাদম্বিনী বসুর লেখাপড়া চলছে দ্বারকানাথ গাঙ্গুলির আশ্রয়ে। একের পর এক প্রশ্নের যোগ্য জবাব দিয়ে সে এগিয়ে চলেছে। তার প্রতিবাদী সত্তা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে।

Usashi roy | newsfront.co

আবারও এক চ্যালেঞ্জের মুখে কাদম্বিনী। মাস্টারমশাইয়ের অসুস্থ ছেলে বেজায় অসুস্থ। কাদম্বিনী কি পারবে মাস্টারমশাইয়ের ছেলেকে সুস্থ করে তুলতে?

Usashi Roy Chowdhury | newsfront.co

ওদিকে কোন্দলবাড়িতে ফের বড় রকমের হট্টগোল বেঁধেছে। আর সেটা সৌদামিনীকে ঘিরে। সংসারের হাল ধরেছে সৌদামিনী। ফলে যা হওয়ার তাই হল। ফের সবাই ভুল বুঝল তাকে।

Saudamini | newsfront.co

Saudaminir Sangsar | newsfront.co

আরও পড়ুনঃ ফিরছেন ‘মা দুর্গা’

এহেন দুই ঘটনাকে কেন্দ্রে রেখেই দুটি ধারাবাহিকের রুদ্ধশ্বাস পর্ব হাজির হতে চলেছে এই উইকেন্ডে। ৩১ জুলাই এবং ১ অগাস্ট রাত সাড়ে ৮ টায় দেখুন কাদম্বিনী বসুর নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার ঝলক। আর রাত সাড়ে ১০ টায় দেখুন ‘সৌদামিনীর সংসার’-এ কোন্দলবাড়ির হট্টগোলের পর্ব, জি বাংলায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here