নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
হাসি-কান্না, রাগ-অভিমান, ঝগড়াঝাটির পালা সামলে অবশেষে সাত পাকে বাঁধা পড়ল কর্ণ-রাধিকা। তাও আবার স্বাভাবিকভাবে নয়, কর্ণর বৌদি পায়েল সেন এবং জয়ের মা সোনালী যখন রাধিকার চরিত্র নিয়ে নানা কটূক্তি করে তখন কর্ণ এর যোগ্য জবাব দিতে রাধিকার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। সবাই অবাক হয়।
রাধিকার পাশাপাশি রাধিকার মণিকেও নানারকম কটূক্তি করে পায়েল সেন। মণি এই বিয়ে মেনে নেয় না। সে রাধিকাকে নিয়ে ফিরে যেতে চায়। রাধিকা যায় না। পাঁচজন তার মণিকে পাঁচ কথা শোনাবে তা মানতে পারবে না রাধিকা।
ওদিকে জয়ের সঙ্গে রাধিকার বিয়ে ভেঙে দেয় সোনালী। সে আবার ডলি সেনের প্রলোভনের বশে বশীভূত। সোনালী জানে না ডলি সেন এটা কেন করেছে। ডলি সেন চাইত রাধিকার বিয়ে কর্ণর সঙ্গে হোক।
আর সেটাই হল। এবার কি আর ডলি সোনালীকে টাকাটা দেবে? ওদিকে মণি সব সম্পর্ক ছিন্ন করল রাধিকার সঙ্গে। এবার কী করবে রাধিকা? নাটক এবার জমবে আরও।
আরও পড়ুনঃ ওয়েব সিরিজে ঐশ্বর্য
এহেন সব ঘটনা সাজিয়েই জমজমাট ধারাবাহিক ‘কী করে বলব তোমায়’। ২১ এবং ২২ অগাস্ট কর্ণ ও রাধিকার বিয়ের আসর বসবে সেন বাড়িতে। দর্শক ওই দুদিন দেখবেন ‘মহাপরিণয় পর্ব’, রাত সাড়ে ৯ টায় জি বাংলায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584