আনন্দকে ভয় পাচ্ছেন শ্রীপর্ণা

0
428

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

ভয়ে কাতর শ্রীপর্ণা রায়। কাকে ভয় পাচ্ছেন তিনি? জানা গিয়েছে সহ অভিনেতা আনন্দকে ভয় পাচ্ছেন তিনি। এই মুহূর্তে জি বাংলার ‘কড়ি খেলা’ ধারাবাহিকে জুটি বেঁধে কাজ করছেন দুজনে। ভালই চলছিল। বন্ডিংও বেশ ভাল দুজনের। একে অপরের প্রতি বন্ধুসুলভ তাঁরা।

tele actress | newsfront.co

kuttus and gunja | newsfront.co

kuttus | newsfront.co

কিন্তু হঠাত করে কী হল যে আনন্দকে ভয় পেতে শুরু করলেন সকলের কাছে আজও বহুল পরিচিত টুসু থুড়ি শ্রীপর্ণা রায়? না, আগ্রহের পারদ আর চড়িয়ে কাজ নেই। ভয়ের কেসটা ঘটছে ছোটপর্দায়। বাস্তবে নয়।একমাত্র সন্তান কুট্টুসকে ক্রমে অপূর্বর কাছাকাছি আসতে দেখে পরীর মনে একটা অজানা ভয় কাজ করতে শুরু করেছে।

tele serial | newsfront.co

kori khela | newsfront.co

pori | newsfront.co

তাই সে ঠিক করে কলকাতার পাঠ চুকিয়ে ছেলে এবং শাশুড়িকে নিয়ে চলে যাবে দূরে কোথাও। সেখানে একা কুট্টুসের বাবা এবং মায়ের দায়িত্ব পালন করে মানুষ করবে তাকে। যেখানে অপূর্বর ছায়া কুট্টুসকে ছুঁতে পারবে না। তবে শেষ পর্যন্ত তার যাওয়া কি সম্ভব হবে?

আরও পড়ুনঃ আসছে ‘বরণ’, টেলিপর্দায় অভিষেক দুই নবীনের

kori khela tele serial | newsfront.co

kori khela shooting | newsfront.co

এই প্রশ্নের উত্তর দিতেই হাজির হতে চলেছে ‘কড়ি খেলা’র এক ঘণ্টার মহাপর্ব। সম্প্রচারিত হবে ৪ এপ্রিল রাত সাড়ে ৮ টা থেকে সাড়ে ৯ টা অবধি।বিপত্নীক অপূর্ব এবং স্বামীহারা পরীর জীবননামা এবং সন্তানের বাবা এবং মা দুইয়ের দায়িত্ব পালন করার নানা মুহূর্ত উঠে আসছে প্রতি পর্বে।

আরও পড়ুনঃ হ্যাটট্রিক!

এই প্রথমবার টেলিভিশনে জুটি বাঁধলেন শ্রীপর্ণা রায় এবং আনন্দ ঘোষ। দুজনের জুটি ইতিমধ্যেই ভালোবেসেছে দর্শক। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই তার প্রমাণ মেলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here