টেলিভিশনে রুদ্ধশ্বাস সোমবার

0
108

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

গৃহ বিনোদনের অন্যতম মাধ্যম টেলিভিশন। সারাদিন অক্লান্ত পরিশ্রম সেরে হোমমেকার গিন্নিকে একটু অন্য স্বাদ দেওয়া হোক বা কর্মরতা মহিলার সারাদিন অফিসের পর বাড়ি ফিরে গা এলানো কিংবা অবসরপ্রাপ্ত নাগরিককে আনন্দ দান- টেলিভিশনের জুড়ি মেলা ভার।

Mega episode | newsfront.co

নিউজ চ্যানেল হোক বা মেগা সিরিয়াল- ঘরে বসে বিনোদন লুটে নেওয়ার অন্যতম মাধ্যম টিভি। আর যারা নিয়মিত মেগা সিরিয়ালে অভ্যস্ত তাদের সময় ঘড়ির দিকে না তাকিয়েও যায় কেটে। কখন যে সন্ধে ৬ টা থেকে রাত ১১ টা চলে আসে বোঝাই যায় না। কোনও সিরিয়ালের মহা এপিসোড হলে তো আর কথাই নেই। সেই সন্ধ্যায় বাড়িতে লোক আসলেও বিরক্তি যেন।…

Rani rashmoni | newsfront.co

বাংলা টেলিভিশনের দর্শকদের জন্য আছে একটা দারুণ খবর। ১৭ অগাস্ট টানটান উত্তেজনা সামলানো দায়। কিন্তু কেন? জেনে নিন একে একে। একদিকে রাধিকার চরিত্র নিয়ে প্রশ্ন উঠলে তার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেবে কর্ণ সেন। ‘কী করে বলব তোমায়’ দেখুন রাত সাড়ে ৯ টায়।

Yamuna Dhaki | newsfront.co

ওদিকে সঙ্গীত কি পারবে রায় বাড়ির পুত্রবধূ যমুনাকে ফিরিয়ে আনতে? ‘যমুনা ঢাকি’ দেখুন সন্ধে সাড়ে ৭ টায়।
আরেকদিকে সুধা নাকি সাগরিকা কাকে টেনে আনবে নাগপাশ যজ্ঞ? ‘ক্ষীরের পুতুল’ দেখুন রাত ৮ টায়।

আরও পড়ুনঃ দুর্গাপুরের পঞ্চম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবার ডিজিটালে

নারীর সম্মান রক্ষায় কাদম্বিনী নেবে দৃঢ় পদক্ষেপ? কী সেই পদক্ষেপ? ‘কাদম্বিনী’ দেখুন রাত সাড়ে ৮ টায়।
নীলাদ্রি এবং ফিরকির বন্ধুত্ব এবার ষড়যন্ত্রের জালে পড়ল জড়িয়ে। জানতে হলে ‘ফিরকি’ দেখুন রাত ৯ টায়।
গদাধরের মাহাত্ম্যের শেষ পরীক্ষা হাজির। জানতে হলে সন্ধে সাড়ে ৬ টায় দেখুন ‘করুণাময়ী রানী রাসমণি’। চোখ রাখুন জি বাংলায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here