নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
বেশ কয়েকদিন অতিক্রান্ত বাংলা ধারাবাহিকের নতুন সম্প্রচারের। আর এই নতুন সম্প্রচারকে আকর্ষণীয় করে তুলতে প্রতি পর্বে দারুণ সব চমক থাকছে হাজির। অন্যথা হবে না এই সপ্তাহেও, জানান দিল চ্যানেল। ১৩ জুলাই মহা সোমবারে থাকছে তিনটি বড় চমক। ‘আলো ছায়া’, ‘রানী রাসমণি’ এবং ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে ঘটবে মহা ধামাকা।
‘আলো ছায়া’ তে ছায়ার সঙ্গে অপরাধী বাবানের বিয়ে হয়ে গেছে। বাবানের সব কুকীর্তির কথা জানে আলো। এবার কী করবে সে? একদিকে নিজের বোনের স্বামী অন্যদিকে অপরাধী দেওর- কোনদিকটাকে প্রাধান্য দেবে আলো? ১৩ জুলাই মহা সোমবারে সেই প্রশ্নের উত্তরেরই মুখোমুখি হবেন দর্শক। সময় সন্ধে ৬ টা। আরেকদিকে ‘রানী রাসমণি’ ধারাবাহিকে মা ভবতারিণীর স্নেহধন্য গদাধরের নতুন লীলা দেখবেন দর্শক। সময় সন্ধে সাড়ে ৬ টা।
আরও পড়ুনঃ ঢাক বাজানো শিখছেন শ্বেতা
ওদিকে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের শ্যামা ফিরে এসেছে। শ্যামার অবিকল চেহারার আম্রপালি নার্সিংহোমে ভর্তি হওয়ার পরই শ্যামার ফিরে আসা। এই শ্যামা কি সত্যিই শ্যামা নাকি আম্রপালি এল শ্যামারূপে? বুঝে উঠতে পারছে না অশোক ও দিশা। তাই তা বুঝতে অশোক রাধারানী ও তার মাকে নিয়ে আসে চৌধুরী বাড়িতে। কী হবে এবার? এই কি সে শ্যামা, যাকে একদিন অশোক খুন করেছিল? জানতে হলে আগামিকাল সন্ধে ৭ টায় দেখুন ‘কৃষ্ণকলি’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584