নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
বাংলা টেলিভিশনের পর্দায় চলছে ধারাবাহিক ‘যমুনা ঢাকি’। এক মহিলা ঢাকির জীবনের নানা ছন্দের গল্প বলছে এই ধারাবাহিক। গ্রামের গরিব ঘরের ঢাকির মেয়ে যমুনার সঙ্গে ঘটনাচক্রে বিয়ে হয় কলকাতার রায় বাড়ির সঙ্গীতের। সঙ্গীত অবশ্য যমুনাকে পছন্দ করেই বিয়ে করে।
কীভাবে বিয়েটা হয় তা দর্শকের অজানা নয়। রায় বাড়ির সকলে মেনে নেয়নি যমুনাকে। সঙ্গীতের মা, ঠাকুমা সহ আর দু-একজন যমুনাকে বাড়ির বউ হিসেবে মেনে নিলেও বেশিরভাগের কাছেই সে ব্রাত্য৷
বিশেষ করে সঙ্গীতের দিদি গীত একেবারেই মেনে নিতে পারেনি যমুনাকে। বরং যমুনাকে বাড়ি থেকে তাড়ানোর যজ্ঞে বাবা-কাকার সঙ্গে হাত মিলিয়েছে সে।
আরও পড়ুনঃ ‘হাসিওয়ালা অ্যান্ড কোম্পানি’র হোস্ট যিশু সেনগুপ্ত
এই সপ্তাহ জুড়ে গীতের নানা ষড়যন্ত্রের সম্মুখীন হবে যমুনা। সে এঁটে উঠতে পারবে তো গীতের ষড়যন্ত্রের সঙ্গে? নাকি গীতের হবে জয়? নাকি গীতকে নিজের বুদ্ধির জোরে বোল্ড আউট করে বাজিমাত করবে যমুনা? ৫ অক্টোবর থেকে ১১ অক্টোবর তারই হিসেব ‘যমুনা ঢাকি’তে।
আরও পড়ুনঃ চাটুজ্যে পরিবারে বিয়ের সানাই
স্নেহাশিস চক্রবর্তী প্রযোজিত এই ধারাবাহিকে যমুনার ভূমিকায় শ্বেতা ভট্টাচার্য, গীতের ভূমিকায় চাঁদনি সাহা, সঙ্গীতের ভূমিকায় রুবেল দাস। রয়েছেন কৌশিক ব্যানার্জি, সোমা দে, দেবযানী চ্যাটার্জি, ইন্দ্রাক্ষী নাগ, ইন্দ্রাক্ষী দে সহ আরও অনেকে।
যমুনা-গীত ধামাকা দেখতে হলে ৫-১১ অক্টোবর সন্ধে সাড়ে ৭ টায় চোখ রাখুন জি বাংলায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584