নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ
বালুরঘাট থেকে বাংলাদেশের মধ্য দিয়ে মেঘালয়ের তুরা পর্যন্ত করিডর স্থাপনের দাবীতে এবার সোচ্চার হলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রীও। দুই বাংলা ও উত্তরপূর্ব ভারতের যোগাযোগের বিপ্লব ঘটাতে অত্যন্ত গুরুত্বপূর্ন মাধ্যম হয়ে উঠবে এই করিডরটি। ইতিমধ্যেই এব্যাপারে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা নিজেই উদ্যোগী হয়ে গত মঙ্গলবার কেন্দ্রীয় সড়ক যোগাযোগ মন্ত্রী নিতিন গডকরির সাথে আলোচনাও সেরেছেন।
বালুরঘাট থেকে জয়েন্ট মুভমেন্ট কমিটি ফর হিলি-তুরা ভায়া বাংলাদেশ এর প্রতিনিধিরা মেঘালয়ের শিলং-এ গিয়ে সে রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার সাথে বৈঠক করে তাঁর হাতে করিডর সংক্রান্ত নথিপত্র ও স্মারকলিপি তুলে দিয়েছেন। বৈঠকে মুখ্যমন্ত্রী জানান যে তিনি নিজেও এই করিডরটি বাস্তবায়নের ব্যাপারে আশাবাদী। এব্যাপারে তাঁদের তরফ থেকেও কেন্দ্র সরকারের কাছে দাবী তোলা হয়েছে। যাতে শীঘ্রই প্ল্যানিং কমিশনের রিপোর্টে এক নম্বরে থাকে হিলি-তুরা করিডরটি দ্রুত ঘোষনার ব্যাপারে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করা হয়। মুখ্যমন্ত্রী কনরাড সাংমার সাথে বৈঠকে জয়েন্ট মুভমেন্ট কমিটি ফর করিডোরের পক্ষে উপস্থিত ছিলে কমিটির আহবায়ক নবকুমার দাস, বঙ্গরত্ন ভুষিত অমুল্যরতন বিশ্বাস প্রাক্তন সাংসদ রনেন বর্মন সহ দুই সাংবাদিক।
আরও পড়ুনঃ পুরস্কারের বদলে পেলেন তিরস্কার মত পুষ্পিতার
পাশাপাশি বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে ছিলেন সাংবাদিক জাহিদুল ইসলাম, এক্সপোর্টার শাহিনুর রেজা শাহিন ও ওপাড়ের গাইবান্ধা জেলার চেম্বারস অফ কমার্সের প্রতিনিধি আতিকুর রহমান। অন্যদিকে মেঘালয়ের তরফে ছিলেন অরুপ নাগ ও নবকুমার ভট্টাচার্য্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584