নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
দীর্ঘ প্রায় ১৪ মাস পর অবশেষে বন্দিদশা থেকে মুক্তি পেলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। মঙ্গলবার মেহেবুবার মুক্তির কথা জানিয়েছেন, জম্মু-কাশ্মীর প্রশাসনের মুখপাত্র রোহিত কানসাল।
উল্লেখ্য়, গত বছর ৫ অগাস্ট উপত্যকায় ৩৭০ ধারা রদের সময় থেকে বন্দি করা হয়েছিল মেহবুবা মুতি-সহ একাধিক রাজনৈতিক ব্য়ক্তিকে। পরে, ওমর আবদুল্লা, ফারুক আবদুল্লা-সহ কয়েকজনকে মুক্ত করা হলেও বন্দিই ছিলেন মেহবুবা। প্রায় ১ বছরেরও বেশি সময় পর অবশেষে মুক্ত করা হল মেহবুবাকে। জন নিরাপত্তা আইনে বন্দি করে রাখা হয়েছিল পিডিপি নেত্রীকে।
Ms. Mehbooba Mufti being released @dipr
— Rohit Kansal (@kansalrohit69) October 13, 2020
প্রসঙ্গত, ৩৭০ ধারা বাতিল করার সময় থেকে জম্মু-কাশ্মীরের রাজনীতিকদের বন্দি করে রাখা নিয়ে সরগরম হয়েছে জাতীয় রাজনীতি। কিছুদিন আগে জম্মু-কাশ্মীর প্রশাসন ও কেন্দ্রের কাছে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল, মেহবুবাকে আর কতদিন এভাবে বন্দি করে রাখা হবে।
বেআইনি ভাবে তাঁর মাকে বন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ তুলে সরব হয়েছিলেন মেহেবুবা-কন্যা ইলতিজার। আদালতের সামনে মেহবুবাকে পেশ করে যাতে তাঁর বন্দিদশা নিয়ে বিচার শুরু করা যায় তার জন্য শীর্ষ আদালতে হেবিয়াস কর্পাস আবেদন জমা দিয়েছিলেন ইলতিজা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584