মেহবুবা মন্ত্রীসভার আম্বানি ঘনিষ্ঠ সদস্য ঘুষের প্রস্তাব দেন, অভিযোগ সত্যপাল মালিকের, আইনি নোটিশ মুফতির

0
68

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক এর আগে ছিলেন কাশ্মীরের রাজ্যপাল। কাশ্মীরের রাজ্যপাল পদে থাকাকালীন আম্বানি এবং এক আরএসএস নেতার দুর্নীতিপূর্ণ ফাইল পাশ করানোর জন্য ৩০০ কোটি টাকা ঘুষের প্রস্তাব পেয়েছিলেন বলে এক জনসভায় ফাঁস করলেন তিনি। রাজস্থানের ঝুনঝুনুর জনসভায় মেঘালয়ের রাজ্যপালের এই বিস্ফোরক মন্তব্য ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Mehbooba Mufti Satya Pal Malik
মেহবুবা মুফতি-সত্যপাল মালিক

মেঘালয়ের রাজ্যপাল এদিন বলেন, ‘কাশ্মীরে আমার কাছে দুটি ফাইল আসে পাশ করানোর জন্য। একটিতে যুক্ত ছিল আম্বানি, সেই ফাইল যার তিনি মেহবুবার মন্ত্রিসভার সদস্য ছিলেন। আর একটি ফাইল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের এক নেতার যার সঙ্গে স্বয়ং প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠতা।‘ এই দুই ফাইলের প্রত্যেকটার জন্য তাঁকে ১৫০ কোটি করে মোট ৩০০ কোটি টাকা দেওয়ার কথা জানিয়েছিলেন তাঁর সেক্রেটারি। দুটোই তিনি বাতিল করে দেন বলে জানিয়েছেন তিনি। মালিক জানিয়েছেন, তাঁর সত্যের পথে চলাকে সমর্থন করেছিলেন মোদি। বলেছিলেন, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার প্রয়োজন নেই।

আরও পড়ুনঃ ভোট পরবর্তী হিংসার রাজ্যের মামলার শুনানি স্থগিত রাখল সুপ্রিম কোর্ট

মালিকের এই ‘মানহানিকর’ মন্তব্যের জন্য ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিককে শুক্রবার আইনি নোটিস পাঠিয়েছেন জম্মু-কাশ্মীরের তৎকালীন মুখ্যমন্ত্রী ও পিডিপি সভাপতি মেহবুবা মুফতি। নোটিসে বলা হয়েছে আগামী ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণ বাবদ ১০ কোটি টাকা দিতে হবে মালিককে অন্যথায় আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে তাঁকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here