মীরা কুমারের পেজ ব্লক, খতিয়ে দেখার আশ্বাস ফেসবুকের

0
72

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

লোকসভার প্রাক্তন স্পিকার ও কংগ্রেস নেত্রী মীরা কুমারের ফেসবুক পেজটি হঠাৎ ব্লক হয়ে যায় বৃহস্পতিবার। বিহার নির্বাচনের আগে তাঁর ফেসবুক পেজ ব্লক হওয়া নিয়ে যথেষ্ট বিতর্ক সৃষ্টি হয়।

Meira Kumar | newsfront.co

কংগ্রেস নেত্রী মীরা কুমার নিজেও এবিষয়ে সন্দেহ প্রকাশ করেন। পরে পেজটি আনব্লক করে ফেসবুক।ফেসবুকের তরফে শুক্রবার জানানো হয়, কেন প্রাক্তন স্পিকারের পেজ ব্লক হল- সেটি তারা খতিয়ে দেখছে।
বিবৃতি দিয়ে ফেসবুক এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে ও জানায় তারা এর কারণ অনুসন্ধান করার চেষ্টা চালাচ্ছে।

অন্যদিকে, অফিসিয়াল ফেসবুক পেজ ব্লক হওয়ার পর সরব হন খোদ মীরা কুমার। হিন্দিতে টুইট করে মীরা কুমার বলেন, বিনা কারণে ফেসবুক পেজ ব্লক করা হলো কেন? এ ঘটনা গণতন্ত্রের প্রতি আঘাত! বিহার বিধানসভা নির্বাচনের আগে তাঁরই ফেসবুক পেজটি ব্লক হল- এটা নিছক কাকতালীয় হতে পারে না।’

 

পরে আরেকটি পোস্টের মাধ্যমে প্রাক্তন স্পিকার জানান, তাঁর পেজটি আনব্লক করা হয়েছে। পেজ বা অ্যাকাউন্ট ব্লক করাকে কেন্দ্র করে এমনিতেই বিতর্কের কেন্দ্রে ফেসবুক।

আরও পড়ুনঃ করোনা সামলাতে আফগানিস্থান পাকিস্থানের পিছনে ভারত, মোদীকে নিশানা রাহুলের

বাণিজ্যিক স্বার্থে ফেসবুক ভারতে বিজেপির নির্দেশে চলছে বলে অভিযোগ বিরোধীদের। ফেসবুকের সঙ্গে গোপন আঁতাঁতের জন্য বিজেপিকে সরাসরি কটাক্ষ করেছে কংগ্রেস।

কয়েক সপ্তাহ আগেই একটি নামী মার্কিন সংবাদমাধ্যমেও ফেসবুক-বিজেপি আঁতাঁতের প্রতিবেদন প্রকাশিত হয়। যা ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে। ফেসবুক অবশ্য জানিয়েছে, দেশ-ব্যক্তি ভেদে সংস্থার নীতি একই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here