মনিরুল হক, কোচবিহারঃ
মানব জাতীর শত্রু করোনা মোকাবিলায় দেশ জুড়ে ঘোষণা করা হয়েছে লকডাউন। আর সেই লকডাউনের জেরে বহু মানুষ কর্মহীন। বহু মানুষ খাদ্য সংকটের মধ্যে পরেছে। তারা দুবেলা ঠিকমত খেতে পাচ্ছে না। সেই সমস্ত মানুষদের যাতে না খেয়ে থাকতে হয়, সেই ঘোষণা কিন্তু মুখ্যমন্ত্রী অনেক দিন দিয়েছেন। আর সেই দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে পথে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সমাজকর্মীরা।

লকডাউনের জেরে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার সীমান্তের বহু মানুষ কর্মহীন ও খাদ্য সংকটে পড়েছে। সেই এলাকার বাসিন্দাদের সমস্যার কথা মাথায় রেখে তাঁদের খাদ্যসামগ্রী বিতরণ করল মেখলিগঞ্জ ব্লক তৃণমূল।
আরও পড়ুনঃ মালদহের গাজোল থেকে আটক শ্রমিকদের বাড়ি পাঠানো হলো
জানা গেছে, মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার কলসিবান্ধা গ্রামে প্রায় ২ হাজার ৭০০ মানুষের বাস। এদিন মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায় প্রধান, মেখলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনর উদয় রায় এবং গ্রাম পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য তৃণমূল নেতারা ওই এলাকার বাসিন্দাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।
সম্প্রতি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ ওই কলসিবান্ধা গ্রাম পরিদর্শন করেন৷ এরপর সেখানে গ্রামবাসীদের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়৷ এদিন ৪১২টি পরিবারকে খাদ্যসামগ্রী তুলে দেন বিধায়ক৷ এই খাদ্যসামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ মহকুমা অফিসের এক আধিকারিক৷ উপস্থিত ছিল কুচলিবাড়ি থানার পুলিশও৷
এদিন এবিষয়ে তৃণমূল কংগ্রেসের মেখলিগঞ্জ ব্লক কনভেনর উদয় রায় এবং তৃণমূল নেতা ছোটন রায় বলেন, “লকডাউনের জেরে এখানকার মানুষ কর্মহারা হয়েছে। সেই কারনে এখানকার মানুষ অসহায় হয়ে পড়েছে। তাই আমরা কলসিবান্ধা গ্রামের বাসিন্দাদের খাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল, আলু তুলে দিচ্ছি। মেখলিগঞ্জ মহকুমা শাসকের মাধ্যেমে সেই ত্রাণ আমরা ওই গ্রামের মানুষের হাতে পৌঁছে দিয়েছি৷ “
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584